ICC ODI World Cup 2023

বিশ্বকাপে দু’টি দলের সামনে সমস্যায় পড়তে পারেন রোহিতেরা, মনে করছেন সৌরভ, কোন কোন দল

প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত। সেমিফাইনালের দিকে তরতর করে এগোচ্ছে দল। কিন্তু এখনই দু’টি দলের বিরুদ্ধে রোহিত শর্মাদের সতর্ক করে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ২২:৫৩
Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

বিশ্বকাপে এখনও পর্যন্ত ভাল ফর্মে রয়েছে ভারত। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। সেমিফাইনালের দিকে তরতর করে এগোচ্ছে দল। কিন্তু এখনই দু’টি দলের বিরুদ্ধে রোহিত শর্মাদের সতর্ক করে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতির মতে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ভারতকে।

Advertisement

ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন সৌরভ বলেন, ‘‘ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভাল ক্রিকেট খেলছে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও খুব ভাল ছন্দে আছে।’’

তবে একটি দলের খেলা দেখে হতাশ সৌরভ। তারা হল ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা অবাক করেছে তাঁকে। সৌরভ বলেন, ‘‘কোনও দিন ভাবিনি ইংল্যান্ড এ রকম খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।’’ রোহিতদের সবার আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘‘এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবলে চলবে না। আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে এগোতে হবে। তার পরে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে হবে।’’

সৌরভ যে দু’টি দলের কথা বলেছেন তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী ৫ নভেম্বর ইডেনেই খেলবে ভারত। ভাল খেলা দেখার আশায় রয়েছেন সৌরভ। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর কাছে কোনও বাড়তি টিকিট নেই। সৌরভ বলেন, ‘‘ভারতের ম্যাচ ঘিরে ইডেনে সব সময় উত্তেজনা থাকে। ভাগ্য ভাল যে আমি এখন বোর্ড সভাপতির পদে নেই। আমার কাছে কোনও বাড়তি টিকিট নেই।’’

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ে খেলতে নামবে ভারত। সেই ম্যাচ জিতলে আধ ডজন জয়ের সঙ্গে সেমিফাইনালে এক পা দিয়ে দেবেন রোহিতেরা। আপাতত সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন