শাকিব আল হাসান। —ফাইল চিত্র
বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। টানা পাঁচটি ম্যাচে হারতে হয়েছে শাকিব আল হাসানদের। দলের খারাপ খেলায় হতাশ অধিনায়ক। নিজেদের দলকে চিনতেই পারছেন না তিনি। কেন এত খারাপ তাঁরা খেলছেন, সেটাই বুঝতে পারছেন না শাকিব।
ইডেনে নেদারল্যান্ডসের কাছে হারের পর শাকিব বলেন, ‘‘গোটা প্রতিযোগিতা ধরে আমরা খারাপ খেলেছি। বুঝতে পারছি না সবার মাথায় কী চলছে? কেন এত খারাপ খেলছি আমরা? এ কোন বাংলাদেশ? আমরা বাংলাদেশের মতো খেলছি না।’’
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল খারাপ করেননি বাংলাদেশের বোলারেরা। কিন্তু ফিল্ডিং তাদের ডুবিয়েছে। ক্যাচ পড়েছে। তারই ফায়দা তুলে ২২৯ রান করেছে নেদারল্যান্ডস। তার পরেও খেলা জিততে পারতেন শাকিবেরা। কিন্তু পুরো ব্যাটিং আক্রমণ ব্যর্থ হয়েছে। শাকিব বলেন, ‘‘আমরা ভাল বল করেছি। ১৬০-১৭০ রানের মধ্যে ওদের আটকে রাখতে হত। কিন্তু ফিল্ডিং ভাল হয়নি। ব্যাটিংও খুব খারাপ করেছি আমরা।’’
দলের খেলায় হতাশ শাকিব। তিনি স্বীকার করে নিয়েছেন যে বিশ্বকাপের শেষ চারের স্বপ্ন প্রায় শেষ। শাকিব বলেন, ‘‘এখান থেকে ফেরা কঠিন। এর থেকে খারাপ কিছু হয় না। কিন্তু এখনও তিনটে ম্যাচ বাকি। মাথা উঁচু করে প্রতিযোগিতা শেষ করতে চাই। সমর্থকদের ধন্যবাদ। তাঁরা সব সময় আমাদের পাশে ছিলেন। আশা করি আগামী দিনেও থাকবেন।’’