শুভমন গিল। —ফাইল চিত্র।
ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনালে পূর্বনির্ধারিত পিচ পরিবর্তন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নিউ জ়িল্যান্ড অধিনায়কের পর তা নিয়ে এ বার মুখ খুলল ভারতীয় শিবিরও। বিশ্বকাপের পিচ বিতর্কে দলের অবস্থান জানালেন ওপেনার শুভমন গিল।
বিতর্ক তৈরি হওয়ার পরেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। পিচ পরিবর্তন নিয়ে কোনও অভিযোগ জানায়নি নিউ জ়িল্যান্ড শিবিরও। বরং অধিনায়ক কেন উইলিয়ামসন ওয়াংখেড়ের পিচের প্রশংসাই করেছেন। ভারতীয় দলের কোনও সদস্য এ ব্যাপারে এত দিন কোনও কথা বলেননি। শেষ পর্যন্ত আমদাবাদে গিয়ে মুখ খুললেন শুভমন।
ভারতের তরুণ ওপেনিং ব্যাটারের সহজ প্রশ্ন, ‘‘কোথায় বিতর্ক?’’ বৃহস্পতিবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘‘এই মাত্র আপনার মুখে শুনলাম সেমিফাইনালের পিচ নিয়ে নাকি বিতর্ক তৈরি হয়েছিল। কী বিতর্ক হয়েছিল?’’ কিছুটা বিস্ময় নিয়েই উত্তর দিয়েছেন শুভমন। তিনি বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় দল এ সব কিছুই জানে না। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় নিজেদের খেলার বাইরে তাঁরা কিছু ভাবছেন না। মাঠে নেমে সেরা পারফরম্যান্স করা এবং ম্যাচ জেতার বাইরে কিছু নিয়ে ভাবছেন না রোহিত শর্মারা। বাইরে কে কী নিয়ে আলোচনা করছে, সে সব নিয়েও আগ্রহ নেই তাঁদের।
সেমিফাইনালের পিচ নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন উইলিয়ামসনও। নিউ জ়িল্যান্ড অধিনায়ক আগেই বলেছেন, ‘‘আগে ব্যবহার করা উইকেটে খেলা হলেও সেটা বেশ ভাল ছিল। আমাদের কোনও সমস্যা হয়নি। খেলার প্রথমার্ধে প্রচুর রান হয়েছে। দিন-রাতের ম্যাচে দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন হয়। আলো এবং আরও কিছু বিষয়ের জন্য পরিস্থিতির কিছু পরিবর্তন হয়। গোটা প্রতিযোগিতাতেই আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি। সেমিফাইনালেও অপ্রত্যাশিত কিছু হয়নি।’’
অর্থাৎ, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দু’দলই জানিয়ে দিল ওয়াংখেড়ের পিচ নিয়ে বিতর্ক অর্থহীন। ব্যবহৃত পিচ হলেও তা যথেষ্ট ভাল ছিল। অপ্রত্যাশিত আচরণ করেনি পিচ।