ICC ODI World Cup 2023

সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে নিউ জ়িল্যান্ডকে হারানো শামি ‘নিষিদ্ধ’ সে দেশে! কী বললেন তিনি?

বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন শামি। ছ’টি ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট। ৭ উইকেট নেওয়া ছাড়াও বিশ্বকাপের সেমিফাইনালে একাধিক নজির গড়েছেন। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১৪:৩০
picture of Mohammed Shami

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

বিরাট কোহলির ৫০তম শতরান বা শ্রেয়স আয়ারের পর পর দু’ম্যাচে শতরানের কৃতিত্বের থেকেও বেশি আলোচনা হচ্ছে মহম্মদ শামিকে নিয়ে। একাই ৭ উইকেট নিয়ে শেষ করে দিয়েছেন নিউ জ়িল্যান্ডের বিশ্বকাপ জয়ের আশা। বুধবার মুম্বইয়ে ভারতের সেই জয়ের পর থেকে কেন উইলিয়ামসনদের দেশে নাকি ‘নিষিদ্ধ’ শামি। এমনই জানিয়েছেন বলিউড অভিনেতা সনু সুদ।

Advertisement

বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন শামি। ছ’টি ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট। বিশ্বকাপে তিনিই এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। সনুও তার বাইরে নন। ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনালে বাংলার বোলার ৭ উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস গোপন করেননি সনু। সমাজমাধ্যমে তিনি শামিকে উদ্দেশ্য করে লেখেন, ‘‘ব্রেকিং নিউজ: নিউ জ়িল্যান্ডে শামি কবাব নিষিদ্ধ!’’ অভিনেতার রসিকতার জবাব দিয়েছেন শামিও। তিনি শুধু লিখেছেন, ‘‘হাহাহাহাহা’’। সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি।

সেমিফাইনালে ৭ উইকেট নেওয়া ছাড়াও বিশ্বকাপে একাধিক নজির গড়েছেন শামি। বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। বিশ্বকাপে ভারতের হয়ে সেরা বোলিং করেছেন। তা ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি (৫৪)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement