রোহিত শর্মা। —ফাইল চিত্র।
গত বছর টেস্ট সিরিজ় খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল ভারত। এই বছর তারা যাবে সাদা বলের সিরিজ় খেলতে। ১৯ অক্টোবর থেকে শুরু সেই সিরিজ়। এক দিনের সিরিজ়ে তিনটি ম্যাচ হবে। টি-টোয়েন্টি সিরিজ়ে হবে পাঁচটি ম্যাচ। রবিবার ভারত-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ়ের সূচি ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে ভারতের অস্ট্রেলিয়া সফর। মোট আটটি ম্যাচ খেলবে তারা। তার আগে অগস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধেও সাদা বলের সিরিজ় খেলবে তারা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটা মাথায় রেখেই টি-টোয়েন্টি সিরিজ়ের উপর বেশি জোর দিচ্ছে তারা। যে কারণে নিউ জ়িল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাবে অস্ট্রেলিয়া।
২০২৫-২৬ মরসুমে অস্ট্রেলিয়া দেশের সব প্রান্তে খেলবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে, “২০২৫-২৬ সালে অস্ট্রেলিয়ার আটটি প্রদেশেই ছেলেদের দল খেলতে যাবে। ক্যানবেরা এবং হোবার্টে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।”
ভারত-অস্ট্রেলিয়া সূচি
এক দিনের সিরিজ়:- ১৯ অক্টোবর (পার্থ), ২৩ অক্টোবর (অ্যাডিলেড) এবং ২৫ অক্টোবর (সিডনি)
টি-টোয়েন্টি সিরিজ়:- ২৯ অক্টোবর (ক্যানবেরা), ৩১ অক্টোবর (মেলবোর্ন), ২ নভেম্বর (হোবার্ট), ৬ নভেম্বর (গোল্ড কোস্ট) এবং ৮ নভেম্বর (ব্রিসবেন)