Manipur Issue

ওয়াকফ বিলের পরে গভীর রাতে সংসদে পাশ মণিপুর-প্রস্তাব, একযোগে বিরোধীদের আক্রমণের মুখে ‘সাফাই’ দিলেন শাহ

উত্তপ্ত পরিস্থিতির জেরে গত ফেব্রুয়ারি মাসেই ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তার পরে জারি হয় রাষ্ট্রপতি শাসন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০৪:০২
অমিত শাহ।

অমিত শাহ। ছবি: পিটিআই।

ওয়াকফ বিল পাশের পরে লোকসভা উত্তাল হল মণিপুর নিয়েও। গভীর রাতে বিরোধীরা দাবি তুললেন মণিপুর নিয়ে আলোচনার। রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা কড়া ভাষায় আক্রমণও করলেন কেন্দ্রীয় সরকারকে। তার সাফাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে লোকসভায় পাশ হল মণিপুর প্রস্তাবও।

Advertisement

উত্তপ্ত পরিস্থিতির জেরে গত ফেব্রুয়ারি মাসেই ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তার পরে জারি হয় রাষ্ট্রপতি শাসন। নিয়ম অনুযায়ী, কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হলে দু’মাসের মধ্যে সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয়। বুধবার সেই প্রস্তাবই পাশ হয়েছে।

বুধবার কংগ্রেস সাংসদ শশী তারুর কেন্দ্রের তীব্র সমালোচনা করে বলেন, ‘‘মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতির সময় সেখানে প্রধানমন্ত্রী এক বারও যাননি।’’

তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, ‘‘সারা বিশ্ব যখন মণিপুর নিয়ে উত্তাল, যখন মহিলাদের উলঙ্গ করে হাঁটানো হচ্ছে, তখনও প্রধানমন্ত্রীর কোনও তাপ-উত্তাপ দেখা যায়নি।’’

বিরোধীদের তীব্র আক্রমণের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাফাই, ‘‘দুই জাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। নিছক রাজনীতি করার জন্যই বিরোধীরা মণিপুর প্রসঙ্গ তুলছে।’’

অবশেষে বিরোধী ও সরকার পক্ষের বাদানুবাদের পরে রাত্রি ২টো ৪১ নাগাদ লোকসভা মুলতুবি হয়।

Advertisement
আরও পড়ুন