শেন ওয়ার্ন। —ফাইল চিত্র।
শেন ওয়ার্নের মৃত্যু ঘিরে নয়া রহস্য। যে ঘরে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই ঘরে একটি বোতল ছিল। সেই বোতল নিয়েই শুরু হয়েছে রহস্য। নতুন রিপোর্টে জানা গিয়েছে যে, ওয়ার্নের ঘর থেকে ওই বোতলটি সরিয়ে দেওয়া হয়েছিল। কী ছিল ওই বোতলে?
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ২০২২ সালের ৪ মার্চ মারা যান। তাইল্যান্ডের একটি হোটেলে তাঁর দেহ পাওয়া গিয়েছিল। সেই হোটেলের ঘরে একটি বোতলও পাওয়া যায়। যৌনক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ ছিল ওই বোতলে। ওয়ার্নের মৃত্যুর নেপথ্যে এই ওষুধের ভূমিকা ছিল বলে দাবি করা হচ্ছে নতুন রিপোর্টও। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ওয়ার্নের।
‘ডেইলি মেল’ সূত্রে জানা গিয়েছে, ‘কামাগ্রা’ নামক যৌনক্ষমতা বৃদ্ধিকারী একটি ওষুধের বোতল ওয়ার্নের দেহের পাশে পাওয়া গিয়েছিল। কিন্তু তদন্তকারী আধিকারিকদের ওই বোতল সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশের রিপোর্টেও ওই বোতলের কোনও অস্তিত্ব নেই।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুলিশকর্মী বলেন, “আমাদের সিনিয়রেরা বলেছিল বোতলটা সরিয়ে দিতে। উপরমহল থেকে নির্দেশ এসেছিল। অস্ট্রেলিয়ার সিনিয়র তদন্তকারী আধিকারিকদের থেকে এমন নির্দেশ এসেছিল বলে মনে হয়। ওরা চায়নি ওয়ার্নের নাম খারাপ হোক। সেই কারণেই শুধু হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছিল। হৃদ্রোগের কারণ প্রকাশ্যে আনা হয়নি। কামাগ্রার কথা কেউ বলবে না। অনেক প্রভাবশালী ব্যক্তি এটার সঙ্গে জড়িত ছিলেন।”
দেশের হয়ে ওয়ার্ন ১৪৫টি টেস্ট, ১৯৪টি এক দিনের ম্যাচ খেলেছিলেন। গোটা কেরিয়ারে ১০০১টি আন্তর্জাতিক উইকেট নিয়েছিলেন তিনি। লেগ স্পিন বোলিং নতুন রূপ পেয়েছিল তাঁর হাত ধরে।