হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।
১২ লক্ষ টাকা জরিমানা করা হল হার্দিক পাণ্ড্যকে। মন্থর ওভার রেটের কারণে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের এই শাস্তি হয়েছে। গত ম্যাচে নির্বাসিত ছিলেন হার্দিক। গত মরসুমে তিনটি ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছিল তাঁকে। এ বারের আইপিএলে দলে ফিরেই আবার একই ভুল করলেন হার্দিক।
শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল গুজরাত টাইটান্সের। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাত ১৯৬ রান তুলেছিল। মুম্বই শেষ হয়ে যায় ১৬০ রানে। ৩৬ রানে হেরে যায় মুম্বই। সেই সঙ্গে জরিমানা হয়েছে অধিনায়ক হার্দিকের। দলের ব্যাটারেরা রান করতে পারেননি। কিন্তু বল করার সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি মুম্বই। সেই কারণেই জরিমানা হয় হার্দিকের।
জরিমানা দিলেও একটি বিষয়ে নিশ্চিন্ত হার্দিক। এই মরসুমে আর তাঁকে মন্থর ওভার রেটের জন্য নির্বাসিত হতে হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী মন্থর ওভার রেটের জন্য নির্বাসন বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এই বছর মন্থর ওভার রেটের জন্য হার্দিককে জরিমানা দিতে হলেও নির্বাসিত হতে হবে না। তবে মন্থর ওভার রেটের জন্য ডিমেরিট পয়েন্ট পেতে পারেন তিনি। ভবিষ্যতে এই ডিমেরিট পয়েন্টের কারণে নির্বাসিত হতে পারেন। আগামী তিন বছরের জন্য এই ডিমেরিট পয়েন্ট গ্রাহ্য হবে।
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত জয়হীন মুম্বই। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা। এ বার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরে পয়েন্ট তালিকায় ন’নম্বরে রয়েছেন হার্দিকেরা।