Vaibhav Suryavanshi

একটি ম্যাচ দেখেই ১৩ বছরের বৈভবের জন্য নিলামে ১.১০ কোটি খরচ! রহস্য ফাঁস সঞ্জুর

আইপিএলের মহা নিলামে ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সী ক্রিকেটারকে এক কোটি টাকারও বেশি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। তরুণ ব্যাটারের পিছনে এত বেশি অর্থ খরচ করার কারণ নিয়ে এ বার মুখ খুললেন সঞ্জু স্যামসন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৫০
cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

আইপিএলের মহা নিলামে ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সী ক্রিকেটারকে এক কোটি টাকারও বেশি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। তরুণ ব্যাটারের পিছনে এত বেশি অর্থ খরচ করার কারণ নিয়ে এ বার মুখ খুললেন সঞ্জু স্যামসন। জানালেন, একটি ম্যাচ দেখেই তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ টেস্টে ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের নজির গড়েছিল বৈভব। ৫৮ বলে শতরান করেছিল। সেই ম্যাচ দেখেই নিলামে বৈভবকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। তরুণ ব্যাটারের ভূয়সী প্রশংসা করেছেন সঞ্জু।

রাজস্থানের অধিনায়কের কথায়, “ওই ম্যাচের পুনঃসম্প্রচার আমি দেখেছি। রাজস্থান দলের‌ সিদ্ধান্ত যাঁরা নেন, তাঁরা চেন্নাইয়ে ওই টেস্ট ম্যাচ দেখেছেন। ৬০-৭০ বলে শতরান করেছিল বৈভব। যে শটগুলো ও খেলেছিল তাতে মনে হয়েছিল ওর মধ্যে একটা ব্যাপার রয়েছে। এই ধরনের ক্রিকেটারের পাশেই আমরা দাঁড়াতে চাই। দেখতে চাই ওরা কতদূর যেতে পারে।”

সঞ্জু জানিয়েছেন, রাজস্থানের এমন ইতিহাস রয়েছে। অতীতেও তারা অনেক প্রতিভাবান ক্রিকেটার তুলে এনেছে। সঞ্জু বলেছেন, “আমরা প্রতিভা তৈরি করে তাদের চ্যাম্পিয়ন করি। যশস্বী জয়সওয়ালের কথাই ধরুন। তরুণ ক্রিকেটার হিসাবে রাজস্থানে যোগ দিয়েছিল। এখন ও ভারতীয় ক্রিকেট দলের রকস্টার। রিয়ান পরাগ, ধ্রুব জুরেল রয়েছে। সবাই ভারতের হয়ে খেলেছে। রাজস্থান এ ভাবেই কাজ করে। আমরা আইপিএল জিততে চাই ঠিকই। তবে এটাও দেখতে চাই যাতে আগামী দিনে ভারতীয় দলের চ্যাম্পিয়নদের উপহার দিতে পারি। বৈভবের সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে আছি।”

Advertisement
আরও পড়ুন