ICC Champions Trophy 2025

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সংশয়, বিশেষ দল পাঠাল নিউ জ়িল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জল্পনা

ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ত্রিদেশীয় সিরিজ় রয়েছে। সেই সিরিজ়‌ের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নয় অংশগ্রহণকারী নিউ জ়িল্যান্ড। পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখতে সে দেশে বিশেষ দল পাঠিয়েছে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৫
cricket

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। — ফাইল চিত্র।

ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ছাড়া সব দলই খেলবে পাকিস্তানে। তার আগে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ় খেলবে পাকিস্তান। তবে সেই সিরিজ়‌ের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নয় অংশগ্রহণকারী নিউ জ়িল্যান্ড। পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখতে সে দেশে বিশেষ দল পাঠিয়েছে তারা। ফলে নতুন করে চাপে পড়েছে পাকিস্তান।

Advertisement

জানুয়ারি মাসে ত্রিদেশীয় সিরিজ়ে পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড ছাড়াও খেলবে দক্ষিণ আফ্রিকা। নিউ জ়‌িল্যান্ডের তরফে নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসন এবং ক্রিকেটারদের সংস্থার প্রতিনিধি ব্র্যাড রডেনকে পাঠানো হয়েছে পাকিস্তানে। তারা করাচি এবং লাহোরের নিরাপত্তা খতিয়ে দেখছেন। ছাড়পত্র দিলে তবেই খেলতে যাবে নিউ জ়িল্যান্ড।

একই সময়ে আইসিসি-র একটি দলও পাকিস্তানে গিয়েছে। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সব প্রস্তুতি খতিয়ে দেখছে। করাচি হয়ে তারা লাহোর এবং রাওয়ালপিন্ডিতে যাবে। পাক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এটি নেহাতই ‘রুটিন’ পরিদর্শন। সব আইসিসি প্রতিযোগিতার আগেই এমন হয়ে থাকে।

তবে ভারত ছাড়া অন্য দেশেরও যে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, নিউ জ়িল্যান্ডের ঘটনাই তার প্রমাণ। শুধুমাত্র পাকিস্তানের উপরে ভরসা না করে তারা নিজেরাও নিরাপত্তা এবং প্রস্তুতি খতিয়ে দেখতে চেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে এই ঘটনায় চাপে পাকিস্তান। তবে ক্রিকেট কর্তারা জানাচ্ছেন, তারা প্রতিযোগিতা আয়োজন করার জন্য পুরোপুরি তৈরি।

Advertisement
আরও পড়ুন