BGT 2024-25

জাডেজা-বিতর্কের জের, মেলবোর্নে রোহিতেরা নামার আগেই বাতিল অন্য একটি ম্যাচ

সাংবাদিক বৈঠকে এসে রবীন্দ্র জাডেজার হিন্দিতে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। সেই বিতর্কের জের যে কাটেনি তা বোঝা গেল রবিবার। মেলবোর্নে রোহিত শর্মারা নামার আগেই বাতিল হয়ে গিয়েছে একটি ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৮
cricket

রবীন্দ্র জাডেজা। — ফাইল চিত্র।

সাংবাদিক বৈঠকে এসে রবীন্দ্র জাডেজার হিন্দিতে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। বিভিন্ন জায়গায় সেই কথা ফলাও করে প্রকাশ করাও হয়েছে। সেই বিতর্কের জের যে কাটেনি তা বোঝা গেল রবিবার। মেলবোর্নে রোহিত শর্মারা নামার আগেই বাতিল হয়ে গিয়েছে একটি ম্যাচ।

Advertisement

রবিবার দুপুরে দু’দেশের সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। সেখানে দুই দলের মিডিয়া ম্যানেজারেরও খেলার কথা ছিল। তবে শনিবার জাডেজার সাংবাদিক বৈঠকের পর ভারতের মিডিয়া ম্যানেজারের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন অস্ট্রেলিয়ার সাংবাদিকেরা।

ফলে রবিবারের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন ভারতের মিডিয়া ম্যানেজার। একই সঙ্গে তিনি কয়েক জন ভারতীয় সাংবাদিককেও অনুরোধ করেন নাম তুলে নেওয়ার। সেই অনুরোধ ফেলেননি সাংবাদিকেরা। ফলে দল হওয়ার মতো ভারতীয় সাংবাদিকই খুঁজে পাওয়া যায়নি। তাই ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।

উল্লেখ্য, শনিবার মেলবোর্নে ভারতের প্রথম অনুশীলনের পর জাডেজা সাংবাদিক বৈঠক করেছিলেন। সব প্রশ্নেরই উত্তর হিন্দিতে দিয়েছিলেন। তিনি চলে যাবেন, এমন সময় এক অসি সাংবাদিক অনুরোধ করেছিলেন একটি প্রশ্নের উত্তর ইংরেজিতে দিতে। ভারতের মিডিয়া ম্যানেজার জানিয়েছিলেন, হাতে সময় নেই। টিম বাস অপেক্ষা করছিল জাডেজার জন্য।

তিনি জানিয়েছিলেন, সাংবাদিক বৈঠকটি আয়োজনই করা হয়েছিল মূলত ভারতীয় সাংবাদিকদের জন্য, যাঁরা প্রায় প্রত্যেকেই হিন্দি জানেন। কিন্তু অসি সাংবাদিক মানতে রাজিই ছিলেন না। তিনি ভারতের মিডিয়া ম্যানেজারের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন। এমনকি বিসিসিআই-কে অপেশাদার সংগঠন বলেও অভিহিত করেছিলেন।

ঘটনাটি মোটেই ভাল ভাবে নেননি ভারতীয় সাংবাদিকেরা। ভারতীয় দলও ক্ষিপ্ত। এক ভারতীয় সাংবাদিক জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই প্রশ্ন করার সুযোগ পাননি। কিন্তু তাঁরা কোনও ক্ষোভ দেখাননি। সাংবাদিক বৈঠক শেষ হওয়ার মুখেই নাকি কয়েকজন অসি সাংবাদিক ক্ষিপ্ত হয়ে পড়েন। ভারতের মিডিয়া ম্যানেজারের সঙ্গে খারাপ আচরণ করেন।

Advertisement
আরও পড়ুন