Rohit Sharma

ক্রিকেট বনাম বলিউড! হঠাৎ ‘থ্রি ইডিয়টস’কে আক্রমণ রোহিত-হার্দিকের, কী জবাব দিলেন আমিররা?

রোহিত শর্মাদের অভিনয় নিয়ে মজা করতে গিয়েছিলেন আমির খানরা। তার জবাবে আমিরদের খোঁচা দিলেন রোহিত। একই কাজ করলেন ভারতের আরও কয়েক জন ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১৩:০৬
Picture of Rohit Sharma and Amir Khan

আইপিএলের আগে ক্রিকেট-বলিউড জোর লড়াই। ভারতের জার্সি গায়ে রোহিত শর্মা (বাঁ দিকে)। থ্রি ইডিয়টসে র‌্যাঞ্চোর ভূমিকায় আমির খান। —ফাইল চিত্র

আইপিএলের আগে ক্রিকেট-বলিউড মিলেমিশে একাকার। এক দিকে যখন তিন অভিনেতা সাংবাদিক বৈঠক করে বলছেন, তাঁরা ক্রিকেট খেলার কথা ভাবছেন, তখন ক্রিকেটাররা আবার তাঁদের অভিনয় নিয়ে খোঁচা দিচ্ছেন। রোহিত শর্মাদের নিয়ে ঠাট্টা করতে গিয়ে পাল্টা শুনতে হল আমির খানদের।

সাংবাদিক বৈঠক ডেকেছেন তিন অভিনেতা। আমির ছাড়া সেখানে রয়েছেন আর মাধবন ও শরমন জোশী। সাংবাদিকরা ভাবছেন তাঁরা হয়তো ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের ঘোষণা করবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে আমির বলেন, ‘‘আমরা ভাবছি ক্রিকেটাররা যখন অভিনয় নিয়ে ব্যস্ত, তখন না হয় আমরাই ক্রিকেট খেলি।’’

Advertisement

এ কথা বলার পরে আমিরদের পাল্টা দিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘লগান (আমির অভিনীত ছবি)-এ ক্রিকেট খেললেই কেউ ক্রিকেটার হয়ে যায় না। ২ বছরে ১টা হিট দিলেই কাউকে হিটম্যান বলা যায় না। (ক্রিকেটে রোহিতকে ভক্তরা হিটম্যান বলে ডাকেন। তাই এই নাম টেনে এনেছেন তিনি।)’’

শুধু রোহিত নন, আমিরদের কথা শুনে মজা করতে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাদের। অশ্বিন বলেন, ‘‘কথা বলতে তো আর পয়সা লাগে না।’’ মাধবন জানান, আমিরের একটা ছবি ৩০০ কোটির ব্যবসা করে। জবাবে বুমরা প্রশ্ন করেন, ৩০০ কেন, ১৫০ কিলোমিটারের বল এলে কি আমিররা খেলতে পারবেন? হার্দিক পাণ্ড্য আবার বলেন, ‘‘একটা বাউন্সার দিলেই তো সবাই মাটিতে পড়ে যাবে।’’

পুরোটাই অবশ্য হয়েছে মজার ছলে। একটি বিজ্ঞাপনে। আইপিএলের আগে প্রতিযোগিতার সঙ্গে যুক্ত একটি সংস্থা বিজ্ঞাপন করেছে। সেখানেই ক্রিকেটার ও অভিনেতাদের একে অপরকে খোঁচা মারতে দেখা গিয়েছে। আসলে আইপিএলের উৎসবে ক্রিকেট-বলিউড মিশে গিয়েছে, এই বার্তাই দিতে চেয়েছে বিনিয়োগকারী সংস্থা।

Advertisement
আরও পড়ুন