Ravichandran Ashwin

কেঁদে ফেললেন অশ্বিন, সাজঘরে গিয়ে জড়িয়ে ধরলেন কোহলি, শুরু অবসরের জল্পনা

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে শেষ দিন সাজঘরে দেখা গেল আবেগপ্রবণ রবিচন্দ্রন অশ্বিনকে। চোখে জল দেখা গেল তাঁর। অশ্বিনকে গিয়ে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:১৬
cricket

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

তবে কি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন? ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের মাঝেই কি সেই সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি? ব্রিসবেনে তৃতীয় টেস্টের শেষ দিন সাজঘরে দেখা গেল আবেগপ্রবণ রবিচন্দ্রন অশ্বিনকে। চোখে জল দেখা গেল তাঁর। অশ্বিনকে গিয়ে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি।

Advertisement

ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পরেই বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ হয়ে যায়। দু’দল সাজঘরে ফেরে। তার কিছু ক্ষণ পরেই দেখা যায়, সাজঘরে বসে রয়েছেন অশ্বিন। পাশে বসে কোহলি। অশ্বিন তাঁকে কিছু একটা বলছেন। তার পরেই দেখা যায়, অশ্বিনের চোখে জল। তাঁকে জড়িয়ে ধরেন কোহলি। তার পরেও বেশ কিছু ক্ষণ দু’জনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। সেই সময় অশ্বিনের কাঁধে ছিল কোহলির হাত। কোহলি সেখান থেকে উঠে যাওয়ার পরে কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে।

এই দৃশ্যের পরেই অশ্বিনের অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। ধারাভাষ্যকারদের মধ্যে কেউ কেউ তো বলেই ফেলেন, অশ্বিন নিশ্চয়ই নিজের অবসরের কথা ভাবছেন। কারণ, ক্রিকেটারেরা জানেন, তাঁদের দিকে ক্যামেরা থাকবে। তার পরেও অশ্বিনের মতো ক্রিকেটার তাঁর আবেগ ধরে রাখতে পারেননি। এর থেকেই স্পষ্ট, অবসর নিয়ে কিছু ভাবছেন তিনি।

ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন তিনি। রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট তাঁর দখলে। কিন্তু গত নিউ জ়িল্যান্ড সিরিজ় থেকেই ম্লান অশ্বিন। অস্ট্রেলিয়াতেও একমাত্র অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। সেই কারণেই কি অবসরের কথা ভাবতে শুরু করেছেন ভারতের এই অলরাউন্ডার? জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন