রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবেন তাঁরা? —ফাইল চিত্র।
লাল বলের ক্রিকেট থেকে এ বার নজর সাদা বলের ক্রিকেটে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? কেমন হবে ভারতের সম্ভাব্য দল? জানাল আনন্দবাজার অনলাইন।
ভারতের সম্ভাব্য দল—
আইসিসি প্রতিযোগিতা প্রতিটি দেশ ১৫ জনের দল ঘোষণা করে। তাই এ ক্ষেত্রেও ১৫ জনের নামই দেওয়া হল।
ওপেনিং—
১) রোহিত শর্মা— বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যর্থ হয়েছেন। শেষ টেস্টে বাইরেও বসেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন রোহিত। এক দিনের ক্রিকেট ও টেস্ট খেলবেন বলেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি ট্রফি জেতার সুযোগ রয়েছে তাঁর। তাই রোহিত খেলবেন। অধিনায়কত্বও করবেন।
২) যশস্বী জয়সওয়াল— ওপেনার হিসাবে দেখা যাবে যশস্বীকেও। এখন তিনটি ফরম্যাটেই ভারতের ওপেনার তিনি। অস্ট্রেলিয়ায় ভাল খেলেছেন। সাদা বলের ক্রিকেটেও তা করতে চাইবেন।
৩) শুভমন গিল— তিন নম্বর ওপেনার হিসাবে থাকবেন শুভমন। যদি রোহিত বা যশস্বী না খেলেন, তা হলে ওপেন করতে পারেন তিনি। নইলে প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা তাঁর কম।
মিডল অর্ডার—
৪) বিরাট কোহলি— রোহিতের মতো কোহলিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। দুবাইয়ে তাঁর বেশ কয়েকটি ভাল ইনিংস রয়েছে। আরও এক বার সেই কাজ করতে চাইবেন কোহলি।
৫) লোকেশ রাহুল— মিডল অর্ডারে নেওয়া হবে রাহুলকেও। দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে এক জন। তাঁর উপর ভরসা রয়েছে ম্যানেজমেন্টের।
৬) শ্রেয়স আয়ার— সাদা বলের ক্রিকেটে মিডল অর্ডারে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। এক দিনের বিশ্বকাপে রাহুল ও শ্রেয়স দু’জনেই খেলেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের মধ্যে এক জন প্রথম একাদশে খেলতে পারেন।
৭) ঋষভ পন্থ— চোট সারিয়ে ফেরার পর থেকে ভারতের প্রথম পছন্দ পন্থ। এক দিনের বিশ্বকাপে তিনি না খেলায় রাহুল কিপিং করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পন্থ খেলবেন। যদি কোনও কারণে তিনি না খেলতে পারেন তা হলে রাহুল রয়েছেন বিকল্প হিসাবে।
অলরাউন্ডার—
৮) হার্দিক পাণ্ড্য— দলের প্রধান অলরাউন্ডার। ব্যাট, বল দু’টি ক্ষেত্রেই হার্দিকের বড় দায়িত্ব থাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা দেখা গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যেতে পারে।
৯) নীতীশ রেড্ডি— ভারতের তরুণ প্রতিভা। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট দলে অভিষেক হয়েছে। দু’টি ফরম্যাটেই শতরান করেছেন। এ বার এক দিনের ফরম্যাটেও দলে থাকতে পারেন তিনি। কোচ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার তিনি।
১০) রবীন্দ্র জাডেজা— ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার। পাকিস্তানের বিরুদ্ধে প্রচুর খেলেছেন। বাঁহাতি এই অলরাউন্ডার প্রায় প্রতি সিরিজ়েই দলে থাকেন।
১১) অক্ষর পটেল— জাডেজার মতোই অক্ষরও ব্যাটে, বলে পারদর্শী। দু’জনের খেলার ধরন অনেকটা একই। তাই দলে থাকলেও প্রথম একাদশে দু’জনের একসঙ্গে খেলার সম্ভাবনা কম।
বোলার—
১২) কুলদীপ যাদব— আরও একজন স্পিনার হিসাবে নেওয়া হতে পারে কুলদীপকে। তাঁর সুবিধা, তিনি রিস্ট স্পিনার। তবে কুলদীপ চোট পেয়েছেন। ফলে ভারতীয় দলে ফিরতে হলে ফিটনেস পরীক্ষা দিকে হবে তাঁকে। যদি কুলদীপ ফিট না হন, তা হলে তাঁর বদলে রবি বিশ্নোই সুযোগ পেতে পারেন ভারতীয় দলে।
১৩) জসপ্রীত বুমরাহ— তিন ফরম্যাটেই ভারতের সেরা বোলার। তাঁকে ছাড়া কোনও প্রতিযোগিতায় নামার কথা ভাবতেই পারবেন না রোহিতেরা।
১৪) মহম্মদ সিরাজ— দীর্ঘ দিন ধরে ভারতীয় দলে খেলছেন। বুমরাহের সঙ্গে তাঁর বোঝাপড়া ভাল রয়েছে। অভিজ্ঞ সিরাজকেও দলে রাখবে ভারত।
১৫) মহম্মদ শামি— গত বছর এক দিনের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। অস্ট্রেলিয়া সফরে খেলার জল্পনা থাকলেও খেলেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। ফিট থাকলে বুমরাহ ও সিরাজের পাশাপাশি অভিজ্ঞ শামিকেই দেখা যাবে দলে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ—
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, নীতীশ রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।