এক নারকীয় হত্যাকাণ্ড। কেরলে মা এবং তাঁর দুই যমজ শিশুকন্যাকে গলার নলি কেটে খুন। যে খুনের তদন্তে এক সময় হাল ছেড়ে দেয় সিবিআই। ১৯ বছর পর পুদুচেরি থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাক্তন সেনাকর্মী দিভিল এবং রাজেশ। যদিও এই হত্যারহস্যের আসল ডিটেকটিভ তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা।