Shahid Afridi

দাদু হওয়ার আনন্দ ধরছে না আফ্রিদির, মেতে সদ্যোজাত নাতিকে নিয়ে, সাজালেন বাড়ি

নাতিকে বাড়িতে সাড়ম্বরে স্বাগত জানানোর কথা জানিয়েছিলেন আফ্রিদি। সেই মতো ফুল, আলো, বেলুন দিয়ে বাড়ি সাজান। নিমন্ত্রণ করেন ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৯:২২
picture of Shahid Afridi

শাহিদ আফ্রিদি। —ফাইল চিত্র।

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। তবু আনন্দ ধরছে না শাহিদ আফ্রিদির। কারণ তিন দিন আগেই দাদু হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। নাতিকে নিয়ে মেতে রয়েছেন তিনি।

Advertisement

গত শনিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আফ্রিদির মেয়ে আনশা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলার মাঝেই প্রথম বার বাবা হওয়ার সুখবর পেয়েছিলেন শাহিন আফ্রিদি। নাজমুল হোসেন শান্তর দলের কাছে হারের পর থেকে চাপে রয়েছেন সমালোচিত শাহিন। শ্বশুর আফ্রিদির অবশ্য সেই চাপ নেই। নাতি আলিইয়ার আফ্রিদিকে নিয়ে মেতে রয়েছেন। ৪৭ বছরের প্রাক্তন ক্রিকেটার সমাজমাধ্যমে জানান, নাতিকে বাড়িতে সাড়ম্বরে স্বাগত জানাবেন।

ঘোষণা মতো আয়োজন করেন আফ্রিদি। ফুল, আলো, বেলুন দিয়ে সাজান গোটা বাড়ি। ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের আমন্ত্রণ জানান প্রাক্তন ক্রিকেটার। নাতিকে নিজে কোলে নিয়ে বাড়ি ঢোকেন। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। নাতিকে নিয়ে আনন্দে মাতলেও বাংলাদেশের কাছে জামাইদের ১০ উইকেটে হার নেমে নিতে পারছেন না তিনি। দল নির্বাচন, পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘরের মাঠের সুবিধা নিতে না পারার জন্য সমালোচনা করেছেন শান মাসুদদের।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলা অনিশ্চিত ছিল শাহিনের। প্রথমে সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার কথা ভেবেছিলেন শাহিন। যদিও শেষ পর্যন্ত জাতীয় দলকেই বেশি গুরুত্ব দিয়েছেন জামাই আফ্রিদি।

Advertisement
আরও পড়ুন