T20 World Cup 2024

বিশ্বকাপের আগে প্রস্তুতির সূচি ঘোষিত, ধাক্কা পাকিস্তানের, ভারত খেলবে কার বিরুদ্ধে

জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। পাকিস্তানের কোনও প্রস্তুতি ম্যাচ নেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১১:০৩
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সেই ম্যাচে নামার আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন রোহিত শর্মারা। সেই ম্যাচ হবে বাংলাদেশের বিরুদ্ধে। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট পাকিস্তান ও ইংল্যান্ড কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না। প্রস্তুতি ম্যাচ নেই নিউ জ়িল্যান্ডেরও।

Advertisement

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ১৬টি প্রস্তুতি ম্যাচের তালিকা ঘোষণা করেছে। এই ম্যাচগুলি অবশ্য আন্তর্জাতিক ম্যাচের তালিকাভুক্ত নয়। তাই প্রতিটি দল নিজেদের ১৫ জনকেই খেলাতে পারবে।

১ জুন আমেরিকায় বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। কোন মাঠে খেলা হবে তা অবশ্য এখনও জানানো হয়নি। ২৬ মে আইপিএল শেষ হওয়ার পরে বিশ্বকাপ খেলতে আমেরিকায় যাবে ভারতীয় দল। সেখানে নেমে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি সেরে নেবেন রোহিতেরা।

বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান ও ইংল্যান্ড নিজেদের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলছে। সেই কারণে তাদের কোনও প্রস্তুতি ম্যাচ দেওয়া হয়নি। এপ্রিল মাসে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলেছিল নিউ জ়িল্যান্ড। তাই তাদেরও কোনও প্রস্তুতি ম্যাচ দেওয়া হয়নি।

ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেললেও কয়েকটি দল দু’টি করে খেলবে। আইসিসি জানিয়ে দিয়েছে, দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দল নিয়েছে। আইসিসি সেই সিদ্ধান্ত অনুযায়ী সূচি তৈরি করেছে।

প্রস্তুতি ম্যাচের তালিকা:

২৭ মে—

কানাডা বনাম নেপাল

ওমান বনাম পাপুয়া নিউ গিনি

নামিবিয়া বনাম উগান্ডা

২৮ মে—

শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস

বাংলাদেশ বনাম আমেরিকা

অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া

২৯ মে—

দক্ষিণ আফ্রিকা নিজেদের দলের মধ্যেই খেলবে

আফগানিস্তান বনাম ওমান

৩০ মে—

নেপাল বনাম আমেরিকা

স্কটল্যান্ড বনাম উগান্ডা

নেদারল্যান্ডস বনাম কানাডা

নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি

ওয়েস্ট ইন্ডিজ় বনাম অস্ট্রেলিয়া

৩১ মে—

আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা

স্কটল্যান্ড বনাম আফগানিস্তান

১ জুন—

ভারত বনাম বাংলাদেশ

Advertisement
আরও পড়ুন