Jasprit Bumrah

মাঠে নামার জন্য প্রায় প্রস্তুত বুমরা, ভারতীয় দলে কবে ফিরবেন তিনি?

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ, বর্ডার-গাওস্কর ট্রফি, আইপিএল, টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলতে পারেননি বুমরা। এক দিনের বিশ্বকাপে তাঁকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পেতে চায় বিসিসিআই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১২:২৪
picture of Jasprit Bumrah

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

গত বছর সেপ্টেম্বরের পর আর ভারতের হয়ে খেলতে পারেননি যশপ্রীত বুমরা। পিঠের চোটে কাবু জোরে বোলারকে গত মার্চ মাসে অস্ত্রোপচার করাতে হয়। তবে আগামী এক দিনের বিশ্বকাপে দেশের হয়ে তাঁর খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল। তার আগেই মাঠে ফিরতে পারেন তিনি।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বুমরা। ভিভিএস লক্ষ্মণের অধীনে চলছে তাঁর মাঠে ফেরার প্রক্রিয়া। মনে করা হচ্ছে আগামী অগস্ট মাসে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। খেলতে পারেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, বুমরা দ্রুত উন্নতি করছেন। কিছু দিনের মধ্যেই ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাওয়ার সম্ভাবনা নেই বুমরার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ়ের জন্য তাঁকে ভাবা হচ্ছে না। কারণ এক দিনের বিশ্বকাপের আগে কোনও ঝুঁকি নিতে রাজি নন বিসিসিআই কর্তারা। দেশের মাঠে সম্পূর্ণ সুস্থ বুমরাকে পেতে চাইছেন তাঁরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে খেলতে বুমরার কোনও সমস্যা না হলে রাখা হবে সেপ্টেম্বরের এশিয়া কাপের দলেও। এশিয়া কাপের পর রয়েছে এক দিনের বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘অগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবে বুমরা। বেশ ভাল উন্নতি হয়েছে ওর। বুমরা দলে ফিরে এলে অন্য ক্রিকেটারেরা উৎসাহিত হবে। দল শক্তিশালী হবে। চোট সারিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরবে বুমরা। তাই আমরা মানিয়ে নেওয়ার জন্য ওকে একটু সময় দিতে চাই। সব কিছু ঠিকঠাক থাকলে সেরা ফিটনেস নিয়েই মাঠে ফিরবে বুমরা।

বেশ কিছু দিন আগে থেকেই অনুশীলন শুরু করেছেন বুমরা। তাঁর উন্নতিতে খুশি লক্ষ্মণ-সহ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির অন্য কোচেরা। সন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যরা। বোর্ডের ওই কর্তা আরও বলেছেন, ‘‘এনসিএ-তে নিতিন পটেল এবং এস রজনীকান্ত প্রচুর পরিশ্রম করছেন বুমরাকে ফিট করে তুলতে। দু’জনেই যথেষ্ট অভিজ্ঞ। বুমরাকে সেরা অবস্থায় মাঠে ফেরাতে চান তাঁরা। কোনও রকম ঝুঁকি নিতে চান না। তাই সাদা বলের ক্রিকেট দিয়েই বুমরাকে মাঠে ফেরানোর কথা ভাবা হয়েছে।’’

চোটের জন্য গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, বর্ডার-গাওস্কর ট্রফি, আইপিএল, টেস্ট বিশ্বকাপ ফাইনাল কিছুই খেলতে পারেননি বুমরা। এশিয়া কাপের আগে বুমরা চেনা ছন্দে ফিরে আসলে রোহিত শর্মার দলের বোলিং শক্তি অনেকটাই বাড়বে।

Advertisement
আরও পড়ুন