ICC ODI World Cup 2023

৩ বিশ্বরেকর্ড: সেমিফাইনালে সচিনের কোন কোন নজির ভেঙে দিতে পারেন বিরাট

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির সামনে সুযোগ সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার। তা-ও আবার একটি নয়, তিনটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৩:২৪
odi world cup

বিরাট কোহলি। —ফাইল চিত্র

বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির সামনে সুযোগ সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার। তা-ও আবার একটি নয়, তিনটি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের সামনেই সেই রেকর্ড করার সুযোগ রয়েছে বিরাটের।

Advertisement

এক দিনের ক্রিকেট সর্বাধিক শতরান: চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই দু’টি শতরান করেছেন বিরাট। এক দিনের ক্রিকেটে ছুঁয়ে ফেলেছেন সচিনকে। দু’জনেরই শতরানের সংখ্যা ৪৯টি। বুধবার সেমিফাইনালে শতরান করতে পারলেই এক দিনের ক্রিকেটে শতরানের সংখ্যায় সচিনকে টপকে যাবেন বিরাট।

এক বিশ্বকাপে সর্বাধিক রান: এখনও পর্যন্ত এক বিশ্বকাপে সর্বাধিক রান সচিনের। ২০০৩ সালের বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন সচিন। চলতি বিশ্বকাপে বিরাটের রান ৫৯৪। অর্থাৎ, সেমিফাইনালে ৮০ রান করতে পারলেই এক বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন বিরাট।

এক বিশ্বকাপে সব থেকে বেশি অর্ধশতরানের ইনিংস: এক বিশ্বকাপে সর্বাধিক ৫০-এর বেশি ইনিংসের তালিকায় এখন সচিন ও শাকিব আল হাসানের সঙ্গে একই জায়গায় রয়েছেন বিরাট। তিন জনেরই ৬টি করে ইনিংস রয়েছে যেখানে তাঁরা ৫০-এর বেশি রান করেছেন। সেমিফাইনালে ওয়াংখেড়েতে বিরাট ৫০ রানের বেশি করলে সবাইকে ছাপিয়ে যাবেন তিনি।

আরও পড়ুন
Advertisement