Abdul Razzaq on Aishwarya Rai Bachchan

ঐশ্বর্যাকে বিয়ের স্বপ্ন দেখে বিপাকে পাক ক্রিকেটার, নিজের দেশেই নিন্দার ঝড়, প্রকাশ্যে চাইলেন ক্ষমা

ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে কথা বলে নিজের দেশেই নিন্দার মুখে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১০:৫০
cricket

ঐশ্বর্যা রাই বচ্চন (বাঁ দিকে), আব্দুল রজ্জাক। —ফাইল চিত্র

বিপাকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক। একটি টেলিভিশন অনুষ্ঠানে ঐশ্বর্যা রাই বচ্চনকে বিয়ের কথা বলেন তিনি। সেই কথার পরেই শুরু হয়েছে নিন্দার ঝড়। পাকিস্তানের সাধারণ মানুষ তো বটেই, রজ্জাকের এক সময়ের সতীর্থরাও তাঁর বিরুদ্ধে কথা বলেছেন। এই বিতর্কের মাঝে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রজ্জাক।

Advertisement

পাকিস্তানের যে টেলিভিশন চ্যানেলে ঐশ্বর্যাকে নিয়ে রজ্জাক মন্তব্য করেছিলেন সেই চ্যানেলেই ক্ষমা চেয়েছেন তিনি। রজ্জাক বলেন, ‘‘আগের দিন আমরা ক্রিকেট ও কোচিং নিয়ে কথা বলছিলাম। সেই সময় ভুল করে আমি ঐশ্বর্যা রাইয়ের নাম নিয়ে ফেলি। আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। পুরোটাই ভুল করে হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ওঁর (ঐশ্বর্যা) কাছে ক্ষমা চাইছি। কারও ভাবাবেগে আঘাত করার কোনও ইচ্ছা আমার ছিল না।’’

ঠিক কী হয়েছিল?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে ঐশ্বর্যার কথা উদাহরণ হিসাবে আনেন রজ্জাক। তিনি বলেন, ‘‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদিচ্ছার কথা বলছি। যখন আমি খেলতাম তখন অধিনায়ক ইউনিস খানের উপর আমার পুরো ভরসা ছিল। আমি জানতাম ও পাকিস্তানকে জেতাতে চায়। সেই কারণে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতাম। অনেক সময় আমরা জিতেছি। এখন সেই ইচ্ছাটাই চলে গিয়েছে সবার।’’ এর পরেই ঐশ্বর্যাকে উদাহরণ হিসাবে টেনে আনেন রজ্জাক। তিনি বলেন, ‘‘যদি আমি ভাবি যে ঐশ্বর্যার সঙ্গে আমার বিয়ে হবে, তার পর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কী কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’’

রজ্জাকের কথা শুনে সেই অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা হেসে ওঠেন। কিন্তু সমাজমাধ্যমে প্রাক্তন পাক ক্রিকেটারের সমালোচনা করেছেন শাহিদ আফ্রিদি ও শোয়েব আখতার। আফ্রিদি সেই শো-য়ে ছিলেন। তখন রজ্জাকের কথা শুনে হাততালি দেন তিনি। কিন্তু পরে আফ্রিদি জানান যে সেই সময় রজ্জাকের কথার মানে বুঝতে পারেননি তিনি। আফ্রিদিকে সমর্থন করেন আখতার। তিনি বলেন, ‘‘আফ্রিদির সঙ্গে আমার কথা হয়েছে। ও বলেছে সেই সময় রজ্জাকের কথা বুঝতে পারেনি। নইলে তখনই ওর কথার নিন্দা করত। পরে টেলিভিশনে রজ্জাকের কথার নিন্দা করেছে আফ্রিদি। আমিও ওর কথা মেনে নিতে পারিনি। এ ভাবে কোনও মহিলার সম্মানহানি করা যায় না।’’

Advertisement
আরও পড়ুন