R Ashwin

এখন আর আমরা কেউ কারও বন্ধু নই! ভারতীয় দলের সাজঘরের গোপন কথা ফাঁস অশ্বিনের

ভারতীয় দলের সাজঘরের ছবিটা কি খুব একটা ভাল নয়! রোহিত শর্মাদের সাজঘর নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। কী বললেন ভারতীয় স্পিনার?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১২:৫৬
R Ashwin

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি বিশ্বের সেরা টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তের সমালোচনা হয়েছে। এ বার ভারতের সাজঘর নিয়ে মুখ খুললেন অশ্বিন। তাঁর মতে, রোহিত শর্মাদের সাজঘরে এখন কোনও ক্রিকেটার কোনও ক্রিকেটারের বন্ধু নন। তাঁরা প্রত্যেকে একে অপরের সহকর্মী।

একটি সাক্ষাৎকারে অশ্বিনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি সমস্যায় পড়লে কি সতীর্থদের কারও কাছে সাহায্য চান? জবাবে ভারতীয় স্পিনার বলেন, ‘‘এখন আর আমরা কেউ কারও বন্ধু নই। সবাই সবার সহকর্মী। একটা সময় ছিল যখন সাজঘরে সবাই সবার বন্ধু ছিল। কিন্তু এখন আর সেই সম্পর্ক নেই। সময়টা অনেক বদলে গিয়েছে। এখন সাজঘরে বসে থাকা এক ক্রিকেটার তার পাশের ক্রিকেটারকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই সতীর্থের সঙ্গে গল্প করারও সময় নেই কারও কাছে।’’

Advertisement

অশ্বিন বিশ্বাস করেন, আলোচনা করলে খেলার মান আরও ভাল হয়। কারণ, ক্রিকেট দলগত খেলা। কিন্তু এই দলগত খেলায় এখন সবাই একা একা হাঁটতে পছন্দ করেন বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় স্পিনার বলেন, ‘‘আমি বিশ্বাস করি নিজের খেলা নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করলে খেলার উন্নতি হয়। কারণ, অনেক ভুল চোখে পড়ে। কিন্তু এখন কেউ কারও কাছে যায় না। সবাই একা পথ চলছে। হতে পারে পেশাদার ক্রিকেটে এখন কোচ ও সাপোর্ট স্টাফ আছে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে নিজেরা আলোচনা করলেও অনেক উপকার হয়।’’

ভারতীয় দলের সাজঘর নিয়ে এর আগেও অনেক রকম জল্পনা শোনা গিয়েছে। মহেন্দ্র সিংহ ধোনি ও বীরেন্দ্র সহবাগ, বিরাট কোহলি ও রোহিত শর্মার পারস্পরিক সম্পর্ক খবরের শিরোনামে এসেছে। এ বার আরও এক বার সেই সাজঘর নিয়েই মুখ খুললেন অশ্বিন।

Advertisement
আরও পড়ুন