ICC ODI World Cup 2023

বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতলেও বিশেষ কারণে ভয় পাচ্ছেন নেতা রোহিত, কেন?

চলতি বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি রান রোহিতের। ছ’টি ম্যাচে ৩৯৮ রান করেছেন তিনি। সেই ফর্ম তিনি ওয়াংখেড়েতেও ধরে রাখতে চান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১২:৩২
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

ভাল খেলছে দল। টানা ছয় ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। কিন্তু এখনও প্রতিটি ম্যাচ খেলতে নামার আগে ভয়ে থাকেন রোহিত। কিসের ভয় পান ভারত অধিনায়ক? ব্যর্থতার। রোহিত জানেন, একটি ম্যাচ হারলেই আবার তাঁর উপর খারাপ অধিনায়কের তকমা লাগতে পারে। তাই প্রতিটি ম্যাচ জিততে চান তিনি।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘‘পরিস্থিতি বু‌ঝে সেই মতো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। কখনও সেই সিদ্ধান্ত কাজে লাগে। কখনও লাগে না। দলের পক্ষে যেটা ভাল সেটা করারই চেষ্টা করি। আমি জানি একটা ম্যাচ হারলেই সবাই খারাপ অধিনায়ক বলবে। তাই জেতার চেষ্টা করি।’’

এ বারের বিশ্বকাপে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ছন্দে রয়েছেন রোহিত। প্রায় প্রতিটি ম্যাচে দলকে ভাল শুরু দিচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তো একাই ইনিংস টেনেছেন। শুরু থেকে বড় শট খেলছেন। তার নেপথ্যে কী মানসিকতা কাজ করছে সেটাও জানিয়েছেন রোহিত।

ভারত অধিনায়ক বলেন, ‘‘আমি যে না দেখে ব্যাট চালাচ্ছি তা নয়। আমি দলকে একটা ভাল শুরু দিতে চাইছি। আমি যখন ব্যাট করতে নামি তখন স্কোরবোর্ড শূন্য থাকে। সেখান থেকে শুরু করতে হয়। তাই ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করছি। তবে পরিস্থিতি বুঝেও খেলতে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার ধরন বদলেছি। আমার একমাত্র লক্ষ্য, দলের প্রয়োজন অনুযায়ী খেলা।’’

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় দলকে এতটা ভয়ঙ্কর দেখাচ্ছে তাদের বোলিং আক্রমণের জন্য। বিশেষ করে পেসারেরা আগুন ঝরাচ্ছেন মাঠে। দলের পেসারেরা এতটাই ফর্মে রয়েছেন যে তাঁরা বিশ্রাম নিতে চাইছেন না বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘বোলারেরা দুর্দান্ত ফর্মে রয়েছে। ওরা নিজেরাই বিশ্রাম নিতে চাইছে না। প্রত্যেকের ফিটনেস খুব ভাল জায়গায় আছে। ওরা খোলা মনে বল করছে। সেই জন্য আরও সাফল্য পাচ্ছে।’’

ওয়াংখেড়েতে তিন পেসার কি তিন স্পিনার খেলাবেন তা নিয়ে অবশ্য খোলসা করেননি রোহিত। পিচের উপর পুরোটা ছেড়ে দিয়েছেন তিনি। রোহিত বলেন, ‘‘যে কোনও কম্বিনেশন খেলাতে পারি। পিচ দেখে সিদ্ধান্ত নেব যে তিন পেসার, কি তিন স্পিনার খেলবে। তবে সব রকম পরিস্থিতির জন্য আমরা তৈরি। দলের সবাই মাঠে নামতে মুখিয়ে রয়েছে। আমাদের দলের সবার আত্মবিশ্বাস রয়েছে ভাল খেলার। আশা করি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালই খেলব।’’

চলতি বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি রান রোহিতের। ছ’টি ম্যাচে ৩৯৮ রান করেছেন তিনি। সেই ফর্ম তিনি ওয়াংখেড়েতেও ধরে রাখতে চান। আরও এক বার ভারতকে ভাল শুরু দিতে চান অধিনায়ক। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আরও পড়ুন
Advertisement