Indian Women team

হরমনপ্রীতের অর্ধশতরান, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারাল ভারতের মহিলা দল

প্রথম এক দিনের ম্যাচে বাংলাদেশকে অনায়াসে সাত উইকেটে হারিয়ে দিল ভারতের মহিলা দল। হরমনপ্রীতের অর্ধশতরান এবং স্পিনারদের বোলিংয়ে জিতল ভারত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৭:১৬
cricket

উইকেট পাওয়ার পর ভারতের মহিলা দলের উচ্ছ্বাস। ছবি: টুইটার

প্রথম এক দিনের ম্যাচে বাংলাদেশকে অনায়াসে সাত উইকেটে হারিয়ে দিল ভারতের মহিলা দল। অর্ধশতরান করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভাল বল করলেন স্পিনাররাও। টি-টোয়েন্টি সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত।

রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। পরিস্থিতির সুবিধা কাজে লাগিয়ে স্পিনাররা তার পূর্ণ ফায়দা তোলেন। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে হরমনপ্রীত ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা ৩৪ বলে ৩৮ রান করেন। দু’জনে তৃতীয় উইকেটে ৭০ পানের জুটি গড়েন। ১৬.২ ওভারেই রান তুলে নেয় ভারত। হরমনপ্রীত ছ’টি চার এবং দুটি ছয় মারেন। নাহিদা আখতারের বোলিংয়ে দু’বার প্রাণ ফিরে পান হরমনপ্রীত।

Advertisement

তবে ভারতের রান তাড়া করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্মৃতি। শুরুর দিকে তাঁর ব্যাট থেকে ভাল কিছু বাউন্ডারি দেখা যায়। পাঁচটি বাউন্ডারি মারেন তিনি। মারুফা আখতারের বলে স্কোয়্যার কাট দর্শকদের মন কেড়ে নেয়।

এ দিকে, বল করার সময় ভারতীয় স্পিনারদের কৌশল বুঝতেই পারেননি বাংলাদেশের ব্যাটারেরা। দীপ্তি শর্মা চার ওভার বল করে কোনও উইকেট না পেলেও মাত্র ১৪ রান দেন। অনুষা বারেড্ডি চার ওভারে ২৪ রান দেন। মিনু মানি তিন ওভারে ২১ রানে এক উইকেট নেন। হরমনপ্রীত অফসাইডে পাঁচ ফিল্ডার রেখেছিলেন। বোলারেরা পঞ্চম বা ষষ্ঠ স্টাম্প লক্ষ্য করে বল করে যান। বাংলাদেশের ব্যাটারেরা ফাঁক খুঁজে রানই করতে পারছিলেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement