India vs South Africa 2022

গুয়াহাটিতে গন্ডগোল, ২৩ মিনিট বন্ধ খেলা! রোহিতদের ম্যাচে কখনও ঢুকল সাপ, কখনও নিভল আলো

ভারতের ইনিংস চলার সময় মাঠে সাপ ঢুকে পড়েছিল। এর আগে কুকুর, মৌমাছির কারণে ক্রিকেট খেলা বন্ধ হয়েছে। গুয়াহাটিতে সাত মিনিট খেলা বন্ধ থাকল সাপের কারণে। সাত ওভার শেষে হঠাৎ দেখা যায় মাঠে সাপ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ২১:৫০
প্রথমে মাঠে সাপ, তার পর আলো বন্ধ।

প্রথমে মাঠে সাপ, তার পর আলো বন্ধ। ছবি: টুইটার থেকে

লালমোহন গাঙ্গুলি থাকলে নিশ্চয়ই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের দ্বিতীয় ম্যাচের শিরোনাম করতেন ‘গুয়াহাটিতে গন্ডগোল’। মাঠের মধ্যে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ে যেমন ছিনিমিনি খেললেন সূর্যকুমার যাদবরা, তেমনই একাধিক ঘটনা ঘটতে থাকল সেই ম্যাচে। দু’দফায় মোট ২৩ মিনিট বন্ধ থাকল খেলা।

ভারতের ইনিংস চলার সময় মাঠে সাপ ঢুকে পড়েছিল। এর আগে কুকুর, মৌমাছির কারণে ক্রিকেট খেলা বন্ধ হয়েছে। গুয়াহাটিতে সাত মিনিট খেলা বন্ধ থাকল সাপের কারণে। সাত ওভার শেষে হঠাৎ দেখা যায় মাঠে সাপ। মাঠকর্মীরা সাপ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েন। লাঠি, বাস্কেট নিয়ে তাঁরা সাপ ধরতে নেমে পড়েন। কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। সেই সময়ের ভারতের হয়ে ব্যাট করছিলেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। গুয়াহাটিতে গণ্ডগোলের সেখানেই শেষ হয়নি। দক্ষিণ আফ্রিকা খেলতে নামার সময় আবার বিপত্তি।

Advertisement

সূর্যকুমার, বিরাট কোহলিদের দাপটে ২৩৭ রান তোলে ভারত। সেই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। রবিবারও রান পাননি টেম্বা বাভুমা। তিন উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। ২.১ ওভারের মাথায় মাঠের এক দিকের আলো বন্ধ হয়ে যায়। মাঠের এক দিকের বাতিস্তম্ভ নিভে যাওয়ায় আবার খেলা বন্ধ রাখতে হয়। ১৬ মিনিট লাগে আলো ফিরে আসতে। তত ক্ষণ অপেক্ষা করতে হয় দুই দলকে।

ভারতীয় দল যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখাচ্ছে, সেই সময় মুখ পুড়ল গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের। দু’টি ঘটনায় ম্যাচের ২৩ মিনিট সময় নষ্ট হল।

উল্লেখ্য, আলো নিভে যাওয়ার এমন ঘটনায় যাতে খেলা বন্ধ না হয়, সেই কারণেই ইডেনে এলইডি আলো লাগিয়েছে বাংলার ক্রিকেট সংস্থা। ইডেনে আলো নিভে গেলে তা মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেওয়া সম্ভব বলেই জানিয়েছেন বাংলার কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement