—ফাইল চিত্র
আইপিএলে ভাল খেলে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট হাতে তিনি যখন নামেন, মাত্র পাঁচ বল বাকি ছিল। কার্তিক খেলেন মাত্র দু’টি বল। সুযোগই পাননি ভারতীয় দলে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করার। কটকে সেই সুযোগ চাইবেন তিনি।
রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ভারতীয় ক্রিকেট বোর্ড কার্তিকের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো পোস্ট করে। তাতে একটি প্রশ্নের উত্তরে কার্তিক বলেন, “আমি যদি উড়তে পারতাম, তা হলে আলাস্কা যেতাম। খুব ভাল ভাল কথা শুনেছি আলাস্কা সম্পর্কে। আর যদি কারও মস্তিষ্কে কী চলছে জানার ক্ষমতা পাই, তা হলে মহেন্দ্র সিংহ ধোনির মাথায় কী চলছে বার করতে চাইব।”
এমন একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন কার্তিক। তিনি কফি নয়, চা খেতে পছন্দ করেন। কার্তিক বলেন, “তামিলনাড়ু গেলেই দারুণ চা খাওয়ার সুযোগ পাই।” সদ্য ফরাসি ওপেনজয়ী রাফায়েল নাদাল নন, কার্তিকের পছন্দ রজার ফেডেরার। ভারতীয় অভিজ্ঞ উইকেটরক্ষক বলেন, “ফেডেরারের সঙ্গে খেতে যেতে চাই। কোর্টে এবং কোর্টের বাইরে ও যে ভাবে নিজেকে রাখে সেটা আমার খুব পছন্দ।”
Mountain ⛰️ or Beach 🏖️
— BCCI (@BCCI) June 12, 2022
Federer or Nadal 🤔
Tea 🫖 or Coffee ☕️
𝗧𝗵𝗶𝘀 𝗢𝗥 𝗧𝗵𝗮𝘁 - Do not miss this fun segment with @DineshKarthik! 😎 😎 #TeamIndia | #INDvSA | @Paytm pic.twitter.com/QHCsiLsLLq
তিন বছর পর ভারতীয় দলে ফিরেছেন কার্তিক। তিনি লিয়োনেল মেসির খেলা দেখতে পছন্দ করেন। কার্তিক বলেন, “মেসি বাকিদের থেকে একটু আলাদা। আমি ওর খেলা উপভোগ করি।” এ বারের আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন তিনি। সেই দলের হয়ে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় কার্তিককে ছেড়ে দেয় কলকাতা। বেঙ্গালুরুতে এসে ফিনিশার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন কার্তিক। জায়গা করে নিয়েছেন ভারতীয় দলেও।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।