India Cricket

রাহুলের বদলে ভারতের নতুন সহ-অধিনায়ক কে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন কার হাতে?

লোকেশ রাহুলকে ভারতের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর বদলে দলের নতুন সহ-অধিনায়ক কে? রোহিত শর্মার অনুপস্থিতিতে দল পরিচালনার ক্ষমতা কার হাতে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৪
Picture of KL Rahul

ভারতের সহ-অধিনায়কের পদ খুইয়েছেন লোকেশ রাহুল। তাঁর বদলে দলের নতুন সহ-অধিনায়ক কে? —ফাইল চিত্র

লোকেশ রাহুলকে ভারতীয় দলের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক দিনের দলের নতুন সহ-অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ড্যকে। কিন্তু টেস্ট দলে কোনও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। যদি কোনও কারণে অধিনায়ক রোহিত শর্মা মাঠের বাইরে থাকেন, তখন দলকে কে নেতৃত্ব দেবেন? কার হাতে থাকবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা?

বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, রোহিতের হাতেই সবটা ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘‘কোনও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তার বদলে সব ক্ষমতা দেওয়া হয়েছে রোহিতকে। যদি কোনও সময় রোহিতকে মাঠ ছাড়তে হয় তা হলে সেই সময় কে দলকে নেতৃত্ব দেবে সেটা রোহিতই ঠিক করবে। ও যাকে বলবে সেই নেতৃত্ব দেবে।’’ এই কথা থেকে পরিষ্কার, রোহিত চাইলে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির হাতে নেতৃত্ব ছেড়েও মাঠের বাইরে যেতে পারেন।

Advertisement

২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম বার ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল রাহুলকে। সেই সফরে একটি সিরিজ়ে অধিনায়কত্বও করেছিলেন তিনি। পরে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টেও রাহুলই ছিলেন দলের অধিনায়ক। কিন্তু ব্যাট হাতে ধারাবাহিক ভাবে ব্যর্থ রাহুল। তার খেসারতই হয়তো দিতে হয়েছে ভারতীয় ওপেনারকে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে কোনও সহ-অধিনায়কেরই নাম ঘোষণা করেনি বিসিসিআই। বাংলাদেশে রাহুলের ডেপুটির দায়িত্ব সামলেছিলেন চেতেশ্বর পুজারা। কিন্তু তাঁকেও রোহিতের সহ-অধিনায়ক করা হয়নি। তা হলে কি অন্য কারও কথা ভাবছে বিসিসিআই? সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি ক্রিকেট বোর্ড।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজ় থেকে এখনও পর্যন্ত মোট ৭টি টেস্ট খেলেছেন রাহুল। মাত্র ১৭৫ রান করেছেন তিনি। জোহানেসবার্গে একটি ৫০ রানের ইনিংস ছাড়া বড় রান নেই তাঁর ব্যাটে। তবে কি ম্যানেজমেন্টের ভরসার জায়গা ধীরে ধীরে হারিয়ে ফেলছেন রাহুল! এক দিনের সিরিজ়ে রোহিতের ডেপুটি করা হয়েছে হার্দিককে। রোহিত না থাকায় প্রথম এক দিনের ম্যাচে অধিনায়কত্ব করবেন তিনি। এক দিনের দলেও রাহুলের জায়গা গিয়েছে।

তবে কি দলে থাকলেও ইনদওরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে না খেলার সম্ভাবনা রয়েছে রাহুলের। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে মাত্র ৩৮ রান করেছেন রাহুল। তা ছাড়া দলে বসে রয়েছেন শুভমন গিল। সাম্প্রতিক সময়ে খুব ভাল ছন্দে রয়েছেন তিনি। তাই হোলকার স্টেডিয়ামে রোহিতের সঙ্গে শুভমনকে ওপেন করতে নামতে দেখলে অবাক হওয়ার কিছু নেই। অম্তত বোর্ডের সিদ্ধান্তে তারই ইঙ্গিত।

Advertisement
আরও পড়ুন