ট্র্যাফিক বিভাগের শীর্ষ কর্তাদের তরফে পাঠানো বার্তায় বলা হয়েছে, ফুটপাতে অবৈধ পার্কিং বেড়েছে। —প্রতীকী চিত্র।
ফুটপাতে বেআইনি পার্কিং নজরে এলে এ বার থেকে সংশ্লিষ্ট এলাকার অফিসার এবং ট্র্যাফিক গার্ডের ওসি-র বিরুদ্ধে ব্যবস্থা নেবে লালবাজার। শুক্রবার এই মর্মে লালবাজারের ট্র্যাফিক বিভাগের তরফে প্রতিটি গার্ডকে সতর্ক করা হয়েছে।
সূত্রের খবর, ট্র্যাফিক বিভাগের শীর্ষ কর্তাদের তরফে পাঠানো বার্তায় বলা হয়েছে, ফুটপাতে অবৈধ পার্কিং বেড়েছে। এই সংক্রান্ত অভিযোগ জমা পড়লে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, শহরের প্রাণকেন্দ্রে ফুটপাতে গাড়ি রাখার অভিযোগ পেলে ট্র্যাফিক পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু তার পরেও কিছু এলাকায় পুলিশের নজরদারি এড়িয়ে অবৈধ পার্কিং চলে। এ বার তা আটকাতেই কড়া অবস্থান নিচ্ছে লালবাজার।
লালবাজারের তরফে এ-ও জানানো হয়েছে, কিছু এলাকায় রাস্তাও বেদখল হয়ে যাচ্ছে। তাই পুরসভা এবং স্থানীয় থানাকে যৌথ ভাবে অভিযান চালাতে হবে। এক পুলিশকর্তা জানান, গত লোকসভা ভোটের পরে শহর জুড়ে বেআইনি দখলদারির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। তাতে বিভিন্ন রাস্তা ও ফুটপাত থেকে দখলদারদের
সরানো গিয়েছিল। কিন্তু অভিযান বন্ধ হতেই রাস্তা দখল ফের শুরু
হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন রাস্তায় বেআইনি ভাবে গ্যারাজ গজিয়ে উঠেছে। রাস্তা দখল করেই চলছে গাড়ি সারাই। ওই সমস্ত গ্যারাজ কোনও ভাবেই রাস্তায় থাকতে দেওয়া হবে না বলে ট্র্যাফিক গার্ডগুলিকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পার্কিং এজেন্টরা বেআইনি পার্কিং করিয়ে বেশি করে টাকা নিচ্ছেন বলে অভিযোগ এসেছে। তাই সে দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। পণ্যবাহী গাড়ি যাতে ২৪ ঘণ্টা পার্কিং লটে না থাকে, তা-ও দেখতে বলা হয়েছে।
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কলকাতা পুলিশ এলাকায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। যদিও পুলিশকর্তাদের মতে, ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশের
অন্তর্ভুক্ত হওয়ার ফলেই দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। পুলিশকর্তারা ট্র্যাফিক গার্ডের ওসিদের নিজ নিজ এলাকা পরিদর্শন করে দুর্ঘটনাপ্রবণ অংশ চিহ্নিত করতে বলেছেন। সেই সঙ্গে কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে দুর্ঘটনা ঠেকানো যাবে, তা নির্দিষ্ট করে জানাতে বলা হয়েছে বলে পুলিশের ওই অংশ জানিয়েছে।