বল হাতে প্রথম ওভারেই সফল মহম্মদ সিরাজ়। উসমান খোয়াজাকে আউট করলেন তিনি। —ফাইল চিত্র
বল হাতে প্রথম ওভারেই চমক দিলেন মহম্মদ সিরাজ়। নিজের প্রথম বলেই অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাকে আউট করলেন তিনি। পরের ওভারে অস্ট্রেলিয়ার আর এক ওপেনার ডেভিড ওয়ার্নারকও সাজঘরে পাঠালেন ভারতের আর এক পেসার মহম্মদ শামি। দুই পেসারের দাপটে ম্যাচের শুরুতেই চাপে অস্ট্রেলিয়া।
কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন খোয়াজা। সেই ব্যাটারই সিরাজ়ের প্রথম বল আড়া ব্যাটে খেলতে গেলেন। তাতেই হল বিপত্তি। নাগপুরের উইকেটে প্রথম থেকেই বলের বাউন্স কম। তাই খোয়াজার পিছনের পায়ে গিয়ে বল লাগে। প্রথমে আম্পায়ার আউট দেননি। খালি চোখে দেখে মনে হচ্ছিল, বল লেগ স্টাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু রিভিউ নেন রোহিত শর্মা। তাতে দেখা যায়, বল লেগ স্টাম্পে গিয়ে লাগছে। মাত্র ১ রান করে আউট হয়ে যান খোয়াজা।
পরের ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ধাক্কা দেন শামি। বাঁ হাতি ওয়ার্নার শামির ভিতরের দিকে ঢুকে আসা বল বুঝতে পারেননি। ব্যাটে লেগে বোল্ড হন ওয়ার্নার। তিনিও ১ রান করে সাজঘরে ফেরেন।
নাগপুরের পিচ দেখেই বোঝা যাচ্ছিল, খুব শুকনো। খেলা শুরু হতে সেটা আরও স্পষ্ট হল। প্রথম থেকেই যে ভাবে বল নিচু হচ্ছে, তাতে এই পিচে খেলা খুব কঠিন। ব্যাটারদের প্রতি মুহূর্তে তৈরি থাকতে হচ্ছে। শুরুটা ভাল করেছেন ভারতীয় পেসাররা। অস্ট্রেলিয়াকে যতটা সম্ভব কম রানের মধ্যে আটকে রাখার চেষ্টা করবেন রোহিতরা।