ইহসানল্লাহ। ছবি: এক্স (টুইটার)।
২৪ ঘণ্টার মধ্যে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত জানালেন ইহসানল্লাহ। ২২ বছরের জোরে বোলারকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের তালিকা থেকে বাদ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই হতাশায় পিএসএল থেকে অবসর ঘোষণা করেন।
রাগ এবং আবেগের বশে অবসর নেওয়ার জন্য ক্ষমা চাইলেন ইহসানল্লাহ। তাঁর বক্তব্য, পরে নিজের ভুল বুঝতে পেরেছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে পারফর্ম করার পরও পিএসএলে নিলামের তালিকা থেকে বাদ পড়ে তাঁর নাম। তালিকায় নিজের নাম না দেখে হতাশ হয়ে পড়েন ইহসানল্লাহ। সারা বছরের পারফরম্যান্স স্বীকৃতি না পাওয়ায় আর পিএসএলে না খেলার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সেই সিদ্ধান্ত ঘোষণাও করে দেন।
কয়েক ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ইহসানল্লাহ বলেছেন, ‘‘অবসর নেওয়ার কোনও পরিকল্পনা ছিল না। রাগের মাথায় অবসরের কথা বলেছিলাম। পিএসএলের নিলামের তালিকায় নাম না থাকায় পরিবারের সকলে এবং বন্ধুরা আমার মাথা খারাপ করে দিচ্ছিল। তখন রাগের মাথায় অবসর ঘোষণা করে দিই।’’ এ বার পিএসএল খেলার সুযোগ না থাকলেও তিনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিয়ে চান। আরও বেশি পরিশ্রম করে ঘরোয়া ক্রিকেটে নিজের সেরাটা মেলে ধরতে চান তরুণ জোরে বোলার। তাঁর আশা, আগামী বছর পিএলএসে দল পাবেন। নিজের আগের দল মুলতান সুলতান কর্তৃপক্ষের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন হঠকারী পদক্ষেপের জন্য।
পাকিস্তানের হয়ে একটি এক দিনের ম্যাচ এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইহসানল্লাহ। ২০২৩ সালের পিএলএসে মুলতান সুলতানের হয়ে ২২টি উইকেট নিয়েছিলেন। ওভার প্রতি ৭.৫৯ রান খরচ করেছিলেন। গত মরসুমে কনুইয়ের চোটের জন্য খেলতে পারেননি। তাঁর লক্ষ্য, আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলা। ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে বল করতে চান তিনি।