Shahid Afridi

জয় শাহ, রজার বিন্নীরা শিশু! এশিয়া কাপ বিতর্কে এ বার খোঁচা আফ্রিদির

আগামী বছর এশিয়া কাপ খেলতে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থামছেই না। পিসিবি কড়া সিদ্ধান্তের হুঁশিয়ারি দিয়েছে। সরব পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১০:২৩
বিসিসিআইয়ের সমালোচনায় সরব আফ্রিদি।

বিসিসিআইয়ের সমালোচনায় সরব আফ্রিদি। ছবি: টুইটার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর এশিয়া কাপ সংক্রান্ত মন্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত। ভারতীয় বোর্ডের আচরণকে শিশুসুলভ বলে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। মনে করিয়ে দিয়েছেন, এশিয়া কাপের আগে বিশ্বকাপ রয়েছে ভারতে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরেই জয় বলেছিলেন, আগামী বছর এশিয়া কাপ খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না। প্রতিযোগিতা হবে অন্য দেশে। তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। এ বার ভারতীয় বোর্ডের সমালোচনা করলেন আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘‘বিসিসিআইয়ের মন্তব্য শিশুসুলভ। ওদের কিছুটা সময় নেওয়া উচিত ছিল। এশিয়া কাপের আগে বিশ্বকাপ আছে। এত তাড়াতাড়ি এই ধরনের মন্তব্যের দরকার ছিল না। সিদ্ধান্ত কিছু নেওয়ার থাকলে বিশ্বকাপের পরেই নিতে পারত।’’

Advertisement

আফ্রিদি ভারত-পাকিস্তান ক্রিকেটের পক্ষেও সওয়াল করেছেন। তিনি বলেছেন, ‘‘ক্রিকেট সব সময় দু’দেশকে কাছাকাছি নিয়ে এসেছে। এখনও মনে আছে, ২০০৩-০৪ মরসুমে ভারতীয় দলকে পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। আমার মতে আরও বেশি করে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিত। তাতে দু’দেশের সম্পর্ক অনেক মজবুত হবে।’’

আফ্রিদির মতে, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত কঠোর সিদ্ধান্ত নেওয়া। এ নিয়ে প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারত যদি সত্যিই এশিয়া কাপ খেলতে না আসে, তা হলে পাকিস্তানও এসিসি থেকে বেরিয়ে আসতে পারে।’’

এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলে বা ভারত খেলতে না গেলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছর এক দিনের বিশ্বকাপে দল না পাঠানোর বা এসিসি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছে। অক্টোবরের শেষে আইসিসির বৈঠকে বিষয়টি তোলার কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান রামিজ় রাজা। ওয়াসিম আক্রম, সঈদ আনোয়ার, শোয়েব আখতারের মতো পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার বিসিসিআইয়ের সমালোচনা করে পিসিবিকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের সঙ্গেই এ বার সুর মেলালেন আফ্রিদি।

Advertisement
আরও পড়ুন