India vs Pakistan

কোহলির ওই ছক্কাগুলো কখনও ভোলা যাবে না

কী ছিল না গত রবিবারের ভারত-পাক ম্যাচে! সর্বোচ্চ পর্যায়ের পেস ও সুইং বোলিং। দারুণ স্পিন বোলিং। অসাধারণ ফিল্ডিং। উত্তেজক রানিং বিটুইন দ্য উইকেট্‌স।

Advertisement
সুনীল গাওস্কর
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ০৭:১৮
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট।

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট। ছবি পিটিআই।

কী অসাধারণ একটা জয় দিয়ে শুরু করল ভারত! এমন উত্তেজনা পূর্ণ ম্যাচ খুব কমই দেখা যায়। শেষ বল পর্যন্ত ভাগ্যের পেন্ডুলাম একদিক থেকে অন্যদিকে দুলছিল। মেলবোর্ন সে দিন হাউসফুল ছিল, পরিবেশ ছিল মোহময়ী আর দর্শকেরা তাঁদের টিকিটের পয়সা উশুল করেই বাড়ি ফিরতে পেরেছিলেন। আহা, কী অসাধারণ একটা দ্বৈরথ!

কী ছিল না গত রবিবারের ভারত-পাক ম্যাচে! সর্বোচ্চ পর্যায়ের পেস ও সুইং বোলিং। দারুণ স্পিন বোলিং। অসাধারণ ফিল্ডিং। উত্তেজক রানিং বিটুইন দ্য উইকেট্‌স। এবং দু’দলের দুর্দান্ত ব্যাটিং। তবে শেষে গিয়ে সবাইকে ছাপিয়ে গেল বিরাট কোহলি। শেষের ওভারগুলোতে কোহলির মারা কয়েকটি ছয় অবিশ্বাস্য! কখনও ভোলা যাবে না। আমরা ভাগ্যবান যে, সেদিন মাঠে থেকে এই ব্যাটিং দেখতে পারলাম। কোহলির ওই শটগুলো কখনও ভুলতে পারব না আমরা কেউ। তেমনই টিভিতে যাঁরা খেলা দেখলেন, তাঁরাও ভুলতে পারবেন না। সেরা বিনোদন উপহার দিয়ে গেল ভারত-পাক ম্যাচ। অশ্বিন যখন জয়সূচক স্ট্রোক খেলল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাঁধনহারা উচ্ছ্বাস শুরু হয়ে যায়। দু’দেশের সমর্থকদের কৃতিত্ব দিতেই হবে যে, এমন একটা ম্যাচের পরেও গ্যালারিতে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল খুবই মধুর এবং কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Advertisement

এমন একটা রুদ্ধশ্বাস জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যেতে বাধ্য। যেটা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে, পাকিস্তান ম্যাচের ওই তীব্রতা ধরে রাখতে হবে। সাধারণত এমন একটা জয়ের পরে নতুন করে মনোনিবেশ করতে একটু সময় লাগে। রোহিত শর্মা আর কে এল রাহুলের জন্য পরের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ওদের ছন্দে ফেরা দরকার। পাকিস্তানের বিরুদ্ধে দারুণ পেস বোলিংয়ের কাছে ওরা পরাস্ত হয়েছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে স্পিনার হিসেবে কাকে খেলায় ভারত, সেটাও আকর্ষণীয়হতে যাচ্ছে। (টিসিএম)

Advertisement
আরও পড়ুন