পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভি। —ফাইল চিত্র।
পাকিস্তানের মেয়েদের ক্রিকেট দলের হোটেলে আগুন। কোনও মতে বাঁচলেন ক্রিকেটারেরা। করাচির হোটেলে আগুন লাগার ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিল পাকিস্তানকে। আগামী বছর সে দেশেই যে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এই আগুন লাগার ঘটনায় মুখ পুড়ল পাক বোর্ডের।
আগুন লাগার কারণে হঠাৎ করেই শেষ করে দেওয়া হল মেয়েদের জাতীয় চ্যাম্পিয়নশিপ। পাক বোর্ডের তরফে ওই হোটেলের একটা তলা পুরো বুক করা হয়েছিল। পাঁচটি দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা ছিলেন সেখানে। যে সময় আগুন লেগেছিল, সেই সময় পাঁচ জন ক্রিকেটার হোটেলে ছিলেন। বাকিরা হয় ম্যাচ খেলতে, না হলে অনুশীলন করতে গিয়েছিলেন। সেই পাঁচ ক্রিকেটার কোনও মতে প্রাণে বেঁচেছেন। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, কিছু ক্রিকেটারের জিনিসপত্র নষ্ট হয়েছে।
বোর্ডের তরফে ক্রিকেটারদের জন্য অন্য জায়গায় থাকার ব্যবস্থা করার কথা ভাবা হয়েছিল। চেষ্টাও করা হয়েছিল। কিন্তু কোনও হোটেল পাওয়া যায়নি। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই প্রতিযোগিতা বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে প্রতিযোগিতার ফাইনাল হবে। যে দুই দল লিগ পর্বে এখন শীর্ষে রয়েছে, সেই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ হবে। তবে কবে সেই ম্যাচ হবে তা এখনও জানানো হয়নি।