ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
সুনীল গাওস্করের বিরুদ্ধে মুখ খুললেন ঋষভ পন্থ। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন, টাকার জন্য দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন উইকেটরক্ষক। এ বার সেটার বিরুদ্ধে মুখ খুললেন পন্থ।
নিলামের আগে পন্থকে ছেড়ে দিয়েছে দিল্লি। গত মরসুমে তিনি দলের অধিনায়ক ছিলেন। তাঁকেই ছেড়ে দিয়েছে দিল্লি। সম্প্রচারকারী সংস্থার একটি ভিডিয়োয় গাওস্কর জানিয়েছিলেন যে, পন্থ হয়তো টাকার জন্য দিল্লি ছেড়েছেন। সেই ভিডিয়ো শেয়ার করে পন্থ লেখেন, “আমাকে দলে না রাখার কারণ টাকা নয়, এটা আমি খুব স্পষ্ট ভাবে জানাতে চাই।”
কী বলেছিলেন গাওস্কর? ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছিলেন, “হয়তো টাকার পরিমাণ নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। তবে আমার মনে হয় দিল্লি চাইবে পন্থকে ফিরিয়ে নিতে। কারণ ওদের অধিনায়ক প্রয়োজন। পন্থকে না পেলে অধিনায়ক খুঁজতে হবে দিল্লিকে। তাই পন্থকে নেওয়ার চেষ্টা দিল্লি অবশ্যই করবে।”
দিল্লি চার জন ক্রিকেটারকে ধরে রেখেছে। অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টিয়ান স্টাব এবং অভিষেক পোড়েলকে রেখে দিয়েছে তারা। মোট ৪৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছে দিল্লির। হাতে রয়েছে ৭৬ কোটি ২৫ কোটি টাকা। নিলামে সেই টাকা নিয়ে নামবে দিল্লি। সুযোগ রয়েছে আরটিএম কার্ডের মাধ্যমে পন্থকে ফিরিয়ে নেওয়ার। এখন দেখার সেই চেষ্টা দিল্লি করে কি না।