Wedding Glow

নভেম্বরেই বিয়ে? ত্বকে দ্রুত জেল্লা আনতে খালিপেটে চুমুক দিন ৩ পানীয়ে

কনের ত্বকে চাই বাড়তি জেল্লা এবং জৌলুস। যে ঔজ্জ্বল্য মন ছুঁয়ে যাবে সকলের। বিয়ের দিন এমন চকচকে ত্বক পেতে হলে নিয়মিত কিছু পানীয় খাওয়া শুরু করতে হবে। রোজ সকালে কোন তিনটি পানীয় রাখলে সহজেই জেল্লাদার হবে ত্বক?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২০:১৯
কনের ত্বকে চাই বাড়তি জেল্লা।

কনের ত্বকে চাই বাড়তি জেল্লা। ছবি: সংগৃহীত।

বিয়ের সন্ধ্যার সাজের সঙ্গে জড়িয়ে আছে আবেগ। এই দিনটির আগে এবং পরে যত রকম সাজের সুযোগ আসুক, বিয়ের শৃঙ্গার সবচেয়ে আলাদা। এমন দিনে কনে হয়ে ওঠেন রূপকথার নায়িকা। বেনারসি আর ফুলের সাজে তিনিই মধ্যমণি। তবে কনের সাজ জমকালো হওয়া জরুরি। মেকআপের পরত তো আছেই। তা ছাড়া কনের ত্বকে চাই বাড়তি জেল্লা এবং জৌলুস। যে ঔজ্জ্বল্য মন ছুঁয়ে যাবে সকলের। বিয়ের দিন এমন চকচকে ত্বক পেতে হলে নিয়মিত কিছু পানীয় খাওয়া শুরু করতে হবে। রোজ সকালে কোন তিনটি পানীয় রাখলে সহজেই জেল্লাদার হবে ত্বক?

Advertisement

লেবু ও মধুর রস

ওজন কমাতে লেবু, মধুর মিশ্রণ খুব উপকারী। অনেকে খেয়েও থাকেন। কিন্তু এই মিশ্রণটি ত্বকের জেল্লা বাড়াতেও দারুণ ভূমিকা পালন করে। শরীরে জমে থাকা টক্সিন দূর করতে এই পানীয় উপকারী। লেবু অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের যাবতীয় সংক্রমণ দূর করে। তাই বিয়ের আগে চকচকে ত্বক পেতে খেতে পারেন এই পানীয়। সুফল পাবেন।

গ্রিন টি

এই চায়ের স্বাস্থ্যগুণ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ওজন কমানো থেকে শুরু করে ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা— গ্রিন টি-র জুড়ি মেলা ভার। ত্বকের যত্নেও এর অনবদ্য ভূমিকা রয়েছে। গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের প্রতিটি কোষ সজীব রাখে। ফলে বাইরে থেকেও ত্বকে ফুটে ওঠে জেল্লা

শসার রস

হজমের সমস্যা নিয়ন্ত্রণে শসা দারুণ কাজ করে। সেই সঙ্গে খেয়াল রাখে ত্বকেরও। বিয়ের আগে ত্বকের বাড়তি জৌলুস পেতে অস্ত্র হতে পারে শসা। এর অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের যাবতীয় টক্সিন বার করে দেয়। শরীর আর্দ্র রাখার পাশাপাশি ব্রণর সমস্যা কমাতেও শসা দারুণ কাজ করে।

আরও পড়ুন
Advertisement