Tom Curran

রান আউট হয়েও আবার ব্যাট করলেন কারেন! আমিরশাহির টি২০ লিগে দৃষ্টান্ত গড়লেন পুরানেরা

দৌড়ে রান শেষ করার পর ক্রিজ়ের বাইরে চলে গিয়েছিলেন টম কারেন। তাঁকে রান আউট করেন নিকোলাস পুরান। কারেন পরিষ্কার আউট হলেও এই সিদ্ধান্তে খুশি হননি গালফ জায়ান্টস কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:৩৫
Picture of Tom Curran

টম কারেন। ছবি: এক্স (টুইটার)।

অসাবধানতায় রান আউট হয়ে গিয়েছিলেন টম কারেন। ক্রিকেটের নিয়ম মেনে তৃতীয় আম্পায়ারও কারেনকে আউট ঘোষণা করেন। তবু আইএলটি-টোয়েন্টির ম্যাচে গালফ জায়ান্টসের কারেন দ্বিতীয় বার ব্যাট করার সুযোগ পেলেন। সংযুক্ত আরব আমিরশাহির এমআই এমিরেটসের ক্রিকেটারদের খেলোয়াড়সুলভ মানসিকতায় জিতল ক্রিকেট।

Advertisement

ঘটনাটি জায়ান্টসের ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে। কারেন ছিলেন নন স্ট্রাইকার প্রান্তে। আলজারি জোসেফের বলে দৌড়ে এক রান সম্পূর্ণ করেন জায়ান্টসের ব্যাটারেরা। রান নেওয়া শেষ হওয়ার পর বল ‘ডেড’ হয়ে গিয়েছে বুঝে ক্রিজ় থেকে বেরিয়ে যান কারেন। কিন্তু তখনও বল ‘ডেড’ হয়নি। ফিল্ডারের থেকে বল পেয়ে উইকেট ভেঙে দেন এমিরেটসের অধিনায়ক তথা উইকেটরক্ষক নিকোলাস পুরান এবং রান আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখার পর জানান, কারেন আউট।

এই সিদ্ধান্তে দৃশ্যতই অসন্তুষ্ট দেখায় জায়ান্টস কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। তিনি বোঝানোর চেষ্টা করেন, কারেন দ্বিতীয় রান নেওয়ার কোনও চেষ্টাই করেননি। বল ‘ডেড’ হয়ে গিয়েছে মনে করে ক্রিজ়ের বাইরে চলে এসেছিলেন। কিন্তু তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করায় সাজঘরের পথ ধরেন কারেন। তবে তিনি মাঠ ছাড়ার আগেই খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দিয়ে তাঁকে ব্যাট করার জন্য ফিরে আসতে বলেন এমিরেটসের ক্রিকেটারেরা। তাঁরাও বুঝতে পারেন, ভুল বোঝার কারণেই কারেন ক্রিজ়ের বাইরে চলে যান। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

কারেনকে ফিরিয়ে আনার অবশ্য চড়া মূল্য দিতে হয়েছে পুরানের দলকে। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষ বলে জয় ছিনিয়ে নেন কারেন। ২ উইকেটে ম্যাচ জিতে নেয় জায়ান্টস।

Advertisement
আরও পড়ুন