India vs England

চাপের মুখে লিভিংস্টোনের স্পিন সামলানোর রহস্য ফাঁস বিশ্নোইয়ের, কী পরিকল্পনা ছিল তাঁর?

তিলক বর্মার ৭২ রানের ইনিংসের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে রবি বিশ্নোইয়ের ৫ বলে ৯ রানের ইনিংসও। চাপের মুখে তাঁর ব্যাটিং পরিস্থিতি সহজ করে দেয় চেন্নাইয়ের ২২ গজে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ০৯:৪৭
Picture of Ravi Bishnoi

রবি বিশ্নোই। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০ নম্বরে ব্যাট করতে নেমে ৯ রানের ইনিংস খেলেন রবি বিশ্নোই। তাঁর পাঁচ বলের ইনিংস ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার এমন ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন বিশ্নোই। চাপের মুখে দলকে জেতাতে পেরে স্বাভাবিক ভাবেই খুশি রিস্ট স্পিনার।

Advertisement

চেন্নাইয়ের ২২ গজে বিশ্নোইয়ের মারা দু’টি চার পরিস্থিতি ভারতের অনুকূলে নিয়ে আসে। ইংল্যান্ডের স্পিনার লিয়াম লিভিংস্টোনের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে চাপ হালকা করেন বিশ্নোই। তার পর হাড্ডাহাড্ডি ম্যাচে জয় ছিনিয়ে নিতে অসুবিধা হয়নি ভারতের। তা নিয়ে বিশ্নোই বলেছেন, ‘‘শনিবার একটা রিল পোস্ট করেছিলাম। তাতে বলেছিলাম, কেন শুধু ব্যাটারেরাই মজা করার সুযোগ পাবে। স্লিপে ফিল্ডার নিয়ে আসার পর বুঝে পেরেছিলাম, লিভিংস্টোন লেগ স্পিন করে আমাকে আউট করার চেষ্টা করবে। কিন্তু আমি ওর স্পিন কাজে লাগিয়েই চার মারি।’’

ব্যাট করতে নামার পর তিলক বর্মার সঙ্গে কী কথা হয়েছিল আপনার? বিশ্নোই বলেছেন, ‘‘তেমন কিছু না। দু’জনেই বলেছিলাম, চল চেষ্টা করে দেখা যাক। ম্যাচটা জিততেও পারি। আমি কোনও ঝুঁকিপূর্ণ শট খেলতে চাইনি। কারণ আমাদের হাতে বেশি উইকেট ছিল না।’’

নবম উইকেটে তিলকের সঙ্গে বিশ্নোইয়ের ২০ রানের অবিচ্ছিন্ন জুটি সূর্যকুমার যাদবের দলকে জয় এনে দেয় শনিবার। ২ উইকেটে ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। এই জয়ে তিলকের ৭২ রানের দায়িত্বশীল অপরাজিত ইনিংসের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বিশ্নোইয়ের ছোট্ট ইনিংসও।

Advertisement
আরও পড়ুন