Ruturaj Gaikwad on CSK Loss

বেঙ্গালুরুর কাছে হেরে পিচকে দুষলেন রুতুরাজ, হারের তিন কারণ ব্যাখ্যা চেন্নাই অধিনায়কের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। হারের পর ঘরের মাঠের পিচকে দায়ী করলেন রুতুরাজ গায়কোয়াড়। হারের তিন কারণ খুঁজে পেয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০০:১০
cricket

রুতুরাজ গায়কোয়াড়। ছবি: পিটিআই।

১৭ বছর পর ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। ৫০ রানে বিরাট কোহলিরা হারিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিদের। হারের পর ঘরের মাঠের পিচকে দায়ী করলেন রুতুরাজ গায়কোয়াড়। হারের তিন কারণ খুঁজে পেয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক।

Advertisement

রুতুরাজের মতে, চেন্নাইয়ের এই উইকেট আগে তিনি দেখেননি। এখানে শুরু থেকেই বল উইকেটে পড়ে থামছিল। ফলে শট খেলা কঠিন হচ্ছিল। ম্যাচ শেষে রুতুরাজ বলেন, “উইকেট মন্থর ছিল। বল পড়ে থামছিল। এই ধরনের উইকেটে রান করতে হলে পাওয়ার প্লে ব্যবহার করতে হয়। আমরাও সেটার চেষ্টা করেছিলাম। কিন্তু প্রথম পাঁচ ওভারেই বল থামছিল। কেন জানি না এমনটা হল। চেন্নাইয়ের এই উইকেটে ব্যাট করা সত্যিই খুব কঠিন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আরও কঠিন হয়ে গেল। রাহুল (ত্রিপাঠী) আর আমি নিজেদের পছন্দের শটই খেলেছি। কিন্তু পিচের জন্য ব্যাটে-বলে হয়নি।”

বেঙ্গালুরুর কাছে হারের প্রধান তিনটি কারণ খুঁজে পেয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক। তার মধ্যে সবচেয়ে বড় কারণ দলের ফিল্ডিং। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদারের তিনটি ক্যাচ ছেড়েছে চেন্নাই। পাটীদার অর্ধশতরান করেছেন। রুতুরাজ বলেন, “গুরুত্বপূর্ণ সময়ে আমরা ক্যাচ ছেড়েছি। খারাপ ফিল্ডিং করেছি। তার ফলে বেঙ্গালুরুর ব্যাটারদের চাপে রাখতে পারিনি। খারাপ ফিল্ডিংয়ের কারণেই হারতে হল। আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। এ রকম ভাবে ক্যাচ ছাড়লে পরেও সমস্যায় পড়ব।”

রুতুরাজের মনে হয়েছে, এই পিচে ১৭০ রান তাড়া করতে হলে তাঁরা জিততে পারতেন। কিন্তু ২০ রান বেশি হয়ে গিয়েছে। সেটিও তাঁর মতে হারের একটি কারণ। চেন্নাইয়ের অধিনায়ক বলেন, “আমার মনে হয় ১৭০ রান এই উইকেটে তাড়া করা সম্ভব। কিন্তু ২০ রান বেশি দিয়েছি। তার ফলে শুরু থেকেই ব্যাটারদের উপর চাপ ছিল। বেঙ্গালুরু গোটা ইনিংস জুড়ে রান তোলার গতি কমায়নি। শেষ ওভারে অনেক রান হয়েছে। হঠাৎ করে রানটা ১৯০ পেরিয়ে গিয়েছে।”

এই উইকেটে ১৯৭ রান তাড়া করতে হলে যে রকম শুরুটা তাঁদের দরকার ছিল তা করতে পারেননি রুতুরাজেরা। পাওয়ার প্লে-তে তিন উইকেট পড়েছে। সেখানেই খেলায় পিছিয়ে পড়েছেন তাঁরা। রুতুরাজ বলেন, “যখন প্রতিপক্ষ ২০ রান বেশি করে তখন শুরু থেকে রান করতে হয়। কিন্তু পাওয়ার প্লে আমাদের পক্ষে যায়নি। আমরা উইকেট হারিয়েছি। জুটি গড়তে পারিনি। ফলে শুরুতেই পিছিয়ে পড়েছি। তাও শেষ দিকে কিছুটা হলেও হারের ব্যবধান কমাতে পেরেছি। নইলে নেট রানরেটে খুব সমস্যা হত।”

চেন্নাইয়ের পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৩০ মার্চ গুয়াহাটিতে খেলবে তারা। লম্বা বিমানযাত্রা অপেক্ষা করছে ধোনিদের জন্য। আপাতত সে দিকেই নজর রতুরাজের। এই ম্যাচে যে ভুল তাঁরা করেছেন তা শুধরে পরের ম্যাচে নামতে চান চেন্নাইয়ের অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন