chris gayle

বাংলাদেশে খেলতে যাচ্ছেন ক্রিস গেল, শাকিবের কাঁধে কাঁধ মিলিয়ে করবেন লড়াই

বরিশাল দলের অধিনায়ক হলেন শাকিব আল হাসান, যিনি আবার বাংলাদেশের টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক। এ বার শাকিবকে ধরে রেখেছে বরিশাল। তাঁর সঙ্গেই খেলবেন গেল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৯:৪৯
বিপিএলে খেলবেন ক্রিস গেল।

বিপিএলে খেলবেন ক্রিস গেল। ফাইল ছবি

বাংলাদেশে খেলতে যাচ্ছেন ক্রিস গেল এবং রখিম কর্নওয়াল। তবে জাতীয় দলের হয়ে নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন দু’জনে। আগামী বছর ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। সেখানেই খেলবেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার। দু’জনেই খেলবেন বরিশাল দলের হয়ে।

গত বারের বিপিএলেও খেলেছিলেন গেল। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১০ ম্যাচে তাঁর রান ছিল ২৪১। একটি অর্ধশতরানও করেন। অন্য দিকে, কর্নওয়াল সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ় রয়্যালসের হয়ে খেলে এসেছেন। এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করেছেন। দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিং করতেও জুড়ি নেই তাঁর।

Advertisement

বরিশাল দলের অধিনায়ক হলেন শাকিব আল হাসান, যিনি আবার বাংলাদেশের টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক। এ বার শাকিবকে ধরে রেখেছে বরিশাল। গত বার দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শাকিব। ১১ ম্যাচে করেন ২৮৪ রান। তবে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায় বরিশাল।

এই দু’জন বাদে দুই আফগান ক্রিকেটার করিম জ়নাত এবং ইব্রাহিম জ়াদরানকেও তুলে নিয়েছে বরিশাল। দু’জনেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছেন।

Advertisement
আরও পড়ুন