অনুষ্টুপ মজুমদার। —ফাইল চিত্র।
বেঙ্গালুরুর মাঠ এখন ভারতীয় দলের কাছে বিভীষিকা। এই মাঠেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে অল আউট হয়েছিলেন রোহিত শর্মারা। সেই ম্যাচ হারের পর সিরিজ়ও হারতে হয় ভারতকে। বুধবার সেই মাঠেই রঞ্জি খেলতে নামে বাংলা। বিপক্ষে কর্নাটক। দিনের শেষে অনুষ্টুপ মজুমদারের শতরানে ভর করে বাংলা ২৪৯/৫।
কর্নাটক টস জিতে বোলিং নেয়। তারা সবুজ পিচের সুবিধা নিতে চেয়েছিল। দ্রুত ওপেনার শুভম দে এবং তিন নম্বরে নামা সুদীপ ঘরামির উইকেট তুলে নিয়ে বাংলাকে চাপেও ফেলে দিয়েছিলেন কর্নাটকের পেসার বাসুকি কৌশিক। কিন্তু তার পরেই ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় এবং অনুষ্টুপ মিলে ইনিংস গড়েন। তাঁরা ১০০ রানের জুটি গড়েন। সুদীপ ৫৫ রান করে আউট হলেও অধিনায়ক অনুষ্টুপ শতরান করেন। ১০১ রান করে আউট হন তিনি। শাহবাজ় আহমেদ ৫৪ রানে অপরাজিত রয়েছেন। তাঁদের ব্যাটে ভর করেই বাংলা প্রথম দিনে ২৪৯ রান তুলে নেয়।
সিনিয়রেরা রান পেলেও তরুণ অভিলিন ঘোষ ২২ রানের বেশি করতে পারেননি। কৌশিক তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন অভিলাষ শেট্টি এবং শ্রেয়স গোপাল। দিনের শেষে শাহবাজ়ের সঙ্গে ক্রিজ়ে রয়েছেন ঋদ্ধিমান সাহা। তিনি ৬ রানে অপরাজিত।
এ বারের রঞ্জিতে বৃষ্টির কারণে দু’টি ম্যাচে পয়েন্ট হারিয়েছে বাংলা। তাই কর্নাটকের বিরুদ্ধে পুরো পয়েন্ট তোলার জন্য মরিয়া লক্ষ্মীরতন শুক্লের দল। নক আউটে যাওয়ার জন্য যা খুবই জরুরি।