Silver Jewelry

রুপোয় ‘কলঙ্ক’ না লাগে! নতুন-পুরনো রুপোর গহনা বাড়িতেই পরিষ্কার করবেন কী ভাবে?

রুপোর জিনিস নিয়মিত পরিষ্কার রাখা যেমন জরুরি, তেমনই দরকারি সেগুলিকে ভাল জায়গায় রাখা। রোদ পড়ে না, আর্দ্র নয়, এমন জায়গায় রাখুন রুপোর জিনিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৯:৪১

—ফাইল চিত্র।

রুপোর দাম লাফিয়ে বাড়ছে রোজ। এত দিন যাঁরা সোনাকে বিনিয়োগের আদর্শ জায়গা বলে ভাবতেন, তাঁদের কেউ কেউ রুপোতেও টাকা ঢালছেন। আর যাঁদের বাড়িতে এতদিন রুপোর গয়না, বাসন-কোসন ছিল, তাঁরা সামলে রাখছেন ‘ধনরাজি’। কিন্তু রুপোর সমস্যা হল, বেশিদিন পরে থাকলেই তাতে কালচে ছোপ পড়ে। তাকে অনেক সময় রুপোর কলঙ্কও বলা হয়। কী ভাবে যত্নে রাখবেন রুপো? রুপোর গয়না বা বাসন-কোসন কালচে দেখালে পরিষ্কারই বা করবেন কী ভাবে? রুপোর কারবারিরা বলছেন, রুপোর ঔজ্জ্বল্য ফেরাতে দোকানে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই তার দেখভাল সম্ভব।

Advertisement

১। বাসন মাজার তরল সাবান: যদি নিয়মিত রুপোর গয়না বা বাসনকোসন ধোয়ার দরকার হয় তবে সাধারণ বাসনমাজার তরল সাবানই যথেষ্ট। ঈষদোষ্ণ জলে গুলে তার মধ্যে রুপোর গয়না বা বাসন কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। এর পরে দাঁত মাজার ব্রাশ দিয়ে হালকা ঘষলেই কালচে ছোপ চলে যাবে। এর পরে পরিষ্কার জলে ধুয়ে। নরম কাপড়ে মুছে নিন।

২। বেকিং সোডা: যদি দীর্ঘ দিন ধরে পড়া কালো ছোপ তুলতে হয়, তবে বেকিং সোডা কাজে দেবে। জল এবং বেকিং সোডা দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। ছোপ ধরা জায়গায় আঙুল দিয়ে বা কাপড় দিয়ে লাগিয়ে নিন। এর পর হালকা হাতে ধীরে ধীরে ঘষলেই দেখবেন কালচে ছোপ উঠে যাচ্ছে। এর পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে নিন।

কী ভাবে রাখবেন?

রুপোর জিনিস নিয়মিত পরিষ্কার রাখা যেমন জরুরি, তেমনই দরকারি সেগুলিকে ভাল জায়গায় রাখা। রোদ পড়ে না, আর্দ্র নয়, এমন জায়গায় রাখুন রুপোর জিনিস। সুগন্ধী, ক্রিম বা লোশন, ক্লিনজ়ার থেকে দূরে রাখুন। কারণ রুপোয় যেকোনও রাসায়নিকের সংস্পর্শে রং বদলাতে পারে। রুপোর গয়না পরার সময়ও বিষয়টি মাথায় রাখা জরুরি। ক্রিম বা লোশন লাগিয়েই সঙ্গে সঙ্গে তার উপর রুপো না পরে কিছু ক্ষণ পরে গয়না পরুন।

Advertisement
আরও পড়ুন