Deepika Padukone

দু’চোখের পাতা এক করে না দুয়া? সন্তানের কাণ্ড প্রকাশ্যে আনলেন দীপিকা

গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তার পর থেকে মাতৃত্বকাল নিয়ে একের পর এক মজার পোস্ট করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৯:৪৮
Bollywood actress Deepika Padukone reveals that Dua does not sleep

মেয়ে দুয়ার কাণ্ড ভাগ করে নিলেন দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

মা হওয়ার পরে পরিবর্তন এসেছে অভিনেত্রীর জীবনে। সকাল বিকেল কাটছে একরত্তিকে নিয়েই। এমনই অবস্থা, নাওয়া-খাওয়ার সময়টুকু নাকি পাচ্ছেন না দীপিকা পাড়ুকোন।

Advertisement

গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তার পর থেকেই মাতৃত্বকাল নিয়ে একের পর এক মজার পোস্ট করেছেন তিনি। এ বার জানালেন এক ‘বড়’ সমস্যার কথা। দীপাবলিতে মেয়ের ঝলক প্রকাশ্যে এনেছেন দীপিকা। ছোট্ট কোমল দুই পায়ের ছবি মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে। সেই দিন ছবির পাশাপাশি কন্যাসন্তানের নামও প্রকাশ করেন অভিনেত্রী। মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিংহ।

কিন্তু দুয়া নাকি ছোট থেকেই বেশ দুষ্টু। অন্তত দীপিকার পোস্ট দেখে তেমনই অনুমান অনুরাগীদের। দীপিকা এ দিন অন্য এক সদ্যোজাতের মজার ভিডিয়ো পোস্ট করেন। সেই একরত্তির ঘুম পেলেও, কোনও ভাবেই দু’চোখের পাতা এক করতে রাজি নয়। ঘুমিয়ে পড়লে, পাছে মা নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে! যদি একা রেখে মা স্নান-খাওয়া করতে চলে যায়, তাই ঘুমনো যাবে না।

দুয়াও নাকি এই একই ধরনের কাণ্ড করছে। কিছুতেই ঘুমোচ্ছে না সে। দীপিকার পোস্ট থেকে তেমনই ইঙ্গিত মিলেছে। কিছু দিন আগে আরও একটি পোস্টের মাধ্যমে দীপিকা জানান, মা হওয়ার পরে তাঁর জীবনে কী কী পরিবর্তন এসেছে। একরত্তি কখনও মায়ের গায়ের উপরে উঠে ঘুমোচ্ছে। কখনও সে ঘুমের মধ্যে মায়ের আঙুল শক্ত করে ধরে রেখেছে। কোনও ভাবেই মা-কে কাছ ছাড়া করতে চাইছে না দুয়া। তাই গোটা দিন মেয়ের সঙ্গেই কাটাচ্ছেন দীপিকা।

মা হওয়ার পরে প্রকাশ্যে আসেননি দীপিকা। অন্তরালেই রয়েছেন তিনি। সদ্যোজাতকেও রেখেছেন আড়ালে। তাই অনুরাগীদের মনে উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন, দুয়াকে কার মতো দেখতে হয়েছে?

Advertisement
আরও পড়ুন