রসুনেও হতে পারে ত্বক পরিচর্যা। ছবি : সংগৃহীত।
রসুনের অনেক গুণ। নিয়মিত রসুন খেলে শরীরে বহু রোগ দূরে থাকে। কিন্তু তার পরেও অনেকে নিয়মিত রসুন খেতে চান না। তার কারণ রসুনের ঝাঁঝালো গন্ধ থেকে যায় দীর্ঘ ক্ষণ। কিন্তু তা বলে কি রসুনের মতো হাতের কাছে থাকা একটা কার্যকরী ওষুধকে এড়িয়েই থাকবেন? বিশেষ করে যে রসুন ত্বকে হওয়া ব্রণ থেকে শুরু করে বলিরেখা পর্যন্ত দূর করতে পারে বলে দাবি করেন আয়ুর্বেদিক ত্বকের চিকিৎসকেরা, তাঁরা বলছেন, রসুন খেতে যদি না-ও চান, তবে ত্বকে লাগিয়েও তার উপকার পেতে পারেন।
কী ভাবে রসুন ব্যবহার করবেন ত্বকে?
১। কয়েক কোয়া রসুন ভাল করে বেটে নিন।
২। নারকেল তেল বা যেকোনও উদ্ভিজ তেলের সঙ্গে মেশান।
৩। মিশ্রণটিকে সরাসরি ত্বকের সমস্যার জায়গায় লাগান।
৪। ৩-৪ মিনিট রেখে দিন।
৫। জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে থুপে থুপে মুছে নিন।
সাবধানতা
রসুন সরাসরি ত্বকে ব্যবহার করার আগে হাতের সন্ধিস্থলে একবার লাগিয়ে দেখে নিন। যদি অস্বস্তি না হয়, তবেই ব্যবহার করুন। প্রয়োজনে ত্বকের চিকিৎসকের পরামর্শ নিন।
উপকার
ব্রণ, বলিরেখা বা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে রসুন। ত্বককে মৃতকোষ মুক্ত করতেও সাহায্য করে রসুন।