Bangladesh Cricket

Bangladesh: ছয় মারার মতো গায়ের জোর নেই! ওয়েস্ট ইন্ডিজের কাছে চুনকাম হয়ে বললেন বাংলাদেশের লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে চুনকাম হয়েছে বাংলাদেশ। টেস্টের পর ফের চুনকাম। তার পরেই ব্যাটারদের নিয়ে বিস্ফোরক লিটন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৬:৪৪
সতীর্থদের নিয়ে মুখ খুললেন লিটন

সতীর্থদের নিয়ে মুখ খুললেন লিটন ফাইল ছবি

টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের হাতে চুনকাম হল বাংলাদেশ। বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টিতেও হেরে গেল তারা। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পরের দু’টি ম্যাচে হারল বাংলাদেশ। ম্যাচের পর ওপেনিং ব্যাটার লিটন দাস জানিয়েছেন, বড় বড় ছয় মারার মতো শারীরিক সক্ষমতা নেই বলেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছেন তাঁরা।

প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ওভারে ১৬৩-৫ তোলে বাংলাদেশ। এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন লিটন। তবে বাংলাদেশকে ভাল জায়গায় পৌঁছে দেন আফিফ হোসেন (৫০) এবং অধিনায়ক মাহমুদুল্লা (২২)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি উইকেট নেন হেডেন ওয়ালশ। জবাবে কাইল মেয়ার্সের ঝোড়া ইনিংসের দাপটে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৮ বলে মেয়ার্সের ৫৫ রানের ইনিংসে রয়েছে দু’টি চার এবং পাঁচটি ছয়। তবে ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে মুখ্য ভূমিকা নেন নিকোলাস পুরান। ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। পাঁচটি চার এবং পাঁচটি ছয় রয়েছে তাঁর ইনিংসে। দশ বল বাকি থাকতেই রান তুলে দেয় ক্যারিবিয়ানরা।

Advertisement

ম্যাচের পর লিটন বলেছেন, “ওয়েস্ট ইন্ডিজ শারীরিক ভাবে অনেক শক্তিশালী। আমাদের দলের কেউই ওদের মতো জোরে ছয় মারতে পারবে না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা চাইলেই বড় মাঠে ছয় মারতে পারে। আমরা পারি না। তাই চেষ্টা করি চার মারার জন্য। এটাই পার্থক্য।”

Advertisement
আরও পড়ুন