শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
হঠাৎ করেই বিশ্বকাপের মাঝে দেশে ফিরে গিয়েছিলেন শাকিব আল হাসান। শনিবার নেদারল্যান্ডাসের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। ইডেনে সেই ম্যাচের আগে শাকিব কি ফিরে আসবেন? এমন প্রশ্নই উঠছে সমর্থকদের মনে।
বাংলাদেশ দল ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে। কিন্তু শাকিব গিয়েছেন ঢাকায়। সেখানে নিজের ব্যক্তিগত কোচের কাছে অনুশীলন করছেন তিনি। বাংলাদেশের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ভারতে আসবেন শাকিব। সেই দিনই কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের অধিনায়ক। পরের দিন খেলবেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
শাকিব বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। সেই চোট সারিয়ে আবার মাঠেও ফিরেছিলেন তিনি। কিন্তু তার পর হঠাৎ দেশে ফিরে গিয়েছিলেন শাকিব। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ। তার পর বুধবার সকালেই মুম্বই থেকে ঢাকার বিমান ধরেছেন বাংলাদেশের অধিনায়ক। এ দিন দুপুরে তাঁকে দেখা গিয়েছে মিরপুর স্টেডিয়ামে। ইন্ডোরে নিজের কোচ নাজমুল আবেদিনের কাছে বেশ কিছু ক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন শাকিব। কোথায় ভুল হচ্ছে, সে সব বুঝে নিয়েছেন।
এ বারের বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত শাকিব করেছেন ৫৬ রান। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। উইকেট পেয়েছেন ৬টি। চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি।
বিশ্বকাপে শাকিবের পারফরম্যান্স নজর কাড়তে পারেনি। এমন অবস্থায় তিনি দেশে ফিরে যাওয়ার পর অনেক সমর্থককে বিক্ষোভ দেখাতেও দেখা গিয়েছে। অধিনায়কের সামনে নিজেদের হতাশা তুলে ধরেছেন সমর্থকেরা।