Babar Azam

কানাডার লিগে বেশি আয়ের সুযোগ ছেড়ে কেন শ্রীলঙ্কায় বাবর? জানালেন পাক অধিনায়কের বাবা

কানাডা প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজ়ওয়ান। কিন্তু বাবর শ্রীলঙ্কায় খেলছেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। কেন এমন সিদ্ধান্ত?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৭:৫৫
Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

কানাডা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাবর আজ়ম। কিন্তু সেখানে না খেলে কম টাকায় শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন পাকিস্তান অধিনায়ক। বাবরের এমন সিদ্ধান্তের কারণ জানিয়েছেন তাঁর বাবা আজ়ম সিদ্দিকি।

Advertisement

কানাডা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাবর আজ়ম। কিন্তু সেখানে না খেলে কম টাকায় শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন পাকিস্তান অধিনায়ক। বাবরের এমন সিদ্ধান্তের কারণ জানিয়েছেন তাঁর বাবা আজ়ম সিদ্দিকি।

কানাডা প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজ়ওয়ান। কিন্তু বাবর শ্রীলঙ্কায় খেলছেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। কেন এমন সিদ্ধান্ত? সিদ্দিকি বলেন, “শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের সময়ই বাবর আমাকে বলেছিল যে, কানাডা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছে। দু’টি লিগেই একই টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কানাডাতে ১৬ দিন খেলতে হত আর শ্রীলঙ্কায় ২৫ দিন। কানাডার আবহাওয়াও অনেক ভাল। শ্রীলঙ্কায় এখন প্রচণ্ড গরম। কিন্তু আমি তা-ও বাবরকে বলি শ্রীলঙ্কায় খেলতে যেতে। কারণ এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে শ্রীলঙ্কায় খেলতে যেতে হতে পারে। ভারতে বিশ্বকাপও রয়েছে এই বছর। তাই উপমহাদেশের উইকেটে খেলাই ভাল। আমার কাছে পাকিস্তান সব কিছুর আগে। তাই দেশের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”

Advertisement
আরও পড়ুন