Pakistan Cricket

ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারি তাঁর আমলেই, প্রয়াত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা

ইজাজ় বাট প্রয়াত। তাঁর জামাই আরিফ সৈয়দ জানিয়েছেন যে, দীর্ঘ দিন ধরেই বয়সজনিত কারণে ভুগছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট কর্তা। তাঁর মৃত্যুতে শোকাহত পিসিবি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৬:৩৬
Ijaz

ইজাজ় বাট। —ফাইল চিত্র।

ইজাজ় বাট প্রয়াত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা বৃহস্পতিবার মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ইজাজ়ের জামাই আরিফ সৈয়দ জানিয়েছেন যে, দীর্ঘ দিন ধরেই বয়সজনিত কারণে ভুগছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট কর্তা। তাঁর মৃত্যুতে শোকাহত পিসিবি।

Advertisement

২০০৮ সালের অক্টোবরে পিসিবি-র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ইজাজ়। তাঁর সময় বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর সময়েই পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে গুলি চলে। নাশকতার সেই ঘটনায় পাকিস্তানের ক্রিকেট বড় প্রশ্নের মুখে পড়ে। প্রচুর আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়ে যায়। তার মাঝেও কিছু আনন্দের মুহূর্তও তৈরি হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ইউনিস খানের নেতৃত্বে বিশ্বমঞ্চে বড় সাফল্য পায় তারা। তবে ইজাজ় চেয়ারম্যান থাকাকালীনই ২০১০ সালে ম্যাচ গড়াপেটা কাণ্ড যুক্ত হয়েছিলেন মহম্মদ আমির, সলমন বাট এবং মহম্মদ আসিফ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ গড়াপেটা হয়েছিল। কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল ইজাজ়কে। মিসবা উল হককে টেস্ট ক্রিকেটে অধিনায়ক করেন। মিসবা পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক। তাঁর নেতৃত্বে ৫৬টি ম্যাচের মধ্যে ২৬টি জিতেছিল পাকিস্তান।

ক্রিকেটার হিসাবে ইজাজ় পাকিস্তানের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন। উইকেটরক্ষক ছিলেন তিনি। আট ম্যাচে ২৭৯ রান করেন ইজাজ়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৭টি ম্যাচে তিন হাজারের উপর রান করেছিলেন তিনি। ইজাজ়ের মৃত্যুতে শোকাহত পিসিবি। বৃহস্পতিবার বোর্ডের তরফে টুইট করে লেখা হয়, “প্রাক্তন টেস্ট ক্রিকেটার এবং বোর্ডের চেয়ারম্যান ইজাজ় বাটের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই।”

আরও পড়ুন
Advertisement