— প্রতীকী চিত্র।
হাওয়াই দ্বীপে বেড়াতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার জোসি ডুলি। চিকিৎসার জন্য কয়েক দিন আগে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ব্রিসবেনের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ডুলির অসুস্থতার খবর সোমবার জানিয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসএসিএ)।
মহিলাদের বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেন ২৪ বছরের ক্রিকেটার। এসএসিএ জানিয়েছে, এখনও আইসিইউ-তে চিকিৎসাধীন ডুলি। এসএসিএ কর্তৃপক্ষ তাঁদের বিবৃতিতে জানিয়েছেন, ‘‘গত ২৫ এপ্রিল হাওয়াইয়ের দ্বীপ কাউয়াইয়ে থাকার সময় স্ট্রোকে আক্রান্ত হন ডুলি। হনলুলুর কুইন্স হাসপাতালে ১৮ দিন চিকিৎসার পর
এয়ার অ্যাম্বুল্যান্সে দেশে ফিরিয়ে এনে পরবর্তী চিকিৎসা শুরু করা হয়েছে। শেষ ১২ দিন স্নায়ুবিজ্ঞান বিভাগে ছিল ডুলি। এক বার অস্ত্রোপচার হয়েছে। স্নায়ু সংক্রান্ত সমস্যা এখনও রয়েছে। ব্রিসবেনের হাসপাতালে সেই সংক্রান্ত চিকিৎসা চলছে। ওর পরিবারের অনুরোধকে সম্মান জানিয়ে এত দিন বিষয়টি গোপন রাখা হয়েছিল।’’ এসএসিএ আরও জানিয়েছে, ডুলির শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। চিকিৎসাধীন হলেও এখন অনেকটা ভাল রয়েছে। কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, আত্মীয়, বন্ধুদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে ডলি।’’
২৪ বছরের উইকেটরক্ষক-ব্যাটার কবে আবার মাঠে ফিরতে পারবেন, তা অনিশ্চিত। মহিলাদের বিগ ব্যাশ লিগে ৭৪টি ম্যাচ খেলে ৮৪৭ রান করেছেন তিনি। উইকেটের পিছনে ৩১টি ক্যাচ এবং ১৩টি স্টাম্প করার কৃতিত্ব রয়েছে তাঁর।