Virat Kohli

Asia Cup 2022: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগের দিন কোহলীর ব্যাটে রান চাইলেন হংকং অধিনায়ক!

খাতায় কলমে দুর্বল হলেও আত্মবিশ্বাসী হংকং। ২০১৮ এশিয়া কাপে ভারতের কাছে ২০ রানে হেরেছিল তারা। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান হংকং অধিনায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ২২:২৬
কোহলীর ব্য়াটে রান চান প্রতিপক্ষ অধিনায়ক।

কোহলীর ব্য়াটে রান চান প্রতিপক্ষ অধিনায়ক। ফাইল ছবি।

তিনি একটি দেশের অধিনায়ক। বিরাট কোহলীর ভক্তও বটে। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগের দিন আত্মবিশ্বাসী হংকংয়ের অধিনায়ক নিজাকৎ খান। তিনিই আবার কোহলীর ব্যাটে রান চাইছেন।

এশিয়া কাপে হংকংয়ের প্রথম প্রতিপক্ষ ভারত। বুধবার মুখোমুখি হবে দু’দল। দুর্বল হলেও জয়ের জন্যই ল়ড়াই করবেন হংকংয়ের ক্রিকেটাররা। অথচ, তাদের অধিনায়কই চান রানে ফিরুন কোহলী। নিজাকৎ বলেছেন, ‘‘আমি কোহলীর খুব বড় ভক্ত। পাকিস্তানের বিরুদ্ধে কোহলী ভালই খেলেছে। আমরা সত্যিই চাই কোহলী চেনা ছন্দে ফিরুক এবং প্রচুর রান করুক।’’

Advertisement

২০১৮ সালেও মুখোমুখি হয়েছিল ভারত এবং হংকং। সেই অভিজ্ঞতা নিয়ে নিজাকৎ বলেছেন, ‘‘২০১৮ সালে ভারতের কাছে আমরা মাত্র ২০ রানে হেরেছিলাম। টি-টোয়েন্টি ম্যাচে যা খুশি হবে পারে। যে কোনও ফল হতে পারে। এক জন বোলার হঠাৎ একটা ভাল করে দিতে পারে। অথবা কোনও ব্যাটার কয়েক ওভারে দারুণ আগ্রাসী ব্যাটিং করে দিল। সেটা আপনি আগে থেকে বুঝতে পারবে না।’’

আরও পড়ুন:

হংকং অধিনায়কের বক্তব্য, এই প্রতিযোগিতায় তাঁদের হারানোর কিছু নেই। ভাল ক্রিকেট খেলাই প্রাথমিক লক্ষ্য। তিনি বলেছেন, ‘‘আগে আমরা একাধিক সেরা মানের দলকে অ্যাসোসিয়েট সদস্য দেশের কাছে হারতে দেখেছি। তাই ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব। নিজেদের সঠিক ভাবে প্রয়োগ করার চেষ্টা করব।’’

আরও পড়ুন
Advertisement