Asia Cup 2022

‘পরামর্শ যে কেউ দিতে পারে, আমার মনের অবস্থা বোঝার ক্ষমতা কারও নেই,’ আবার অভিমানী কোহলী

শতরানে ফিরলেও অভিমান কমেনি বিরাট কোহলীর। তিনি জানিয়েছেন, খারাপ সময়ে অনেকে তাঁকে পরামর্শ দিয়েছেন। কিন্তু তাঁর মনের মধ্যে কী চলছে সেটা কেউ বুঝতে পারেননি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ০০:০১
১০২০ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন বিরাট কোহলী।

১০২০ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন বিরাট কোহলী। ছবি: পিটিআই

১০২০ দিন পরে শতরান করেছেন তিনি। হয়েছেন ম্যাচের সেরা। কিন্তু ছন্দে ফিরেও অভিমান যাচ্ছে না বিরাট কোহলীর। খারাপ সময়ে তাঁর মনের মধ্যে কী হচ্ছিল সেটা যে বাইরের কেউ বুঝতে পারেননি সে কথা আবার এক বার জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর মনের অবস্থা না বুঝেই সবাই তাঁকে পরামর্শ দিচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তানকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে কোহলী বলেন, ‘‘আমাকে অনেকে পরামর্শ দিচ্ছিল। অনেক উপদেশ শুনতে পাচ্ছিলাম। সবাই বলছিল, আমি এখানে ভুল করছি, ওখানে ভুল করছি। আমি কাউকে বোঝাতে পারছিলাম না আমার মনের মধ্যে কী চলছে। মানুষ আপনাকে উপদেশ দেবে। কিন্তু আপনার মনের কথা কেউ বুঝতে পারবে না।’’

Advertisement

দীর্ঘ দিন শতরান না পেলেও কোহলী যে একেবারেই রান করতে পারেননি তা নয়। কিন্তু বড় রান আসছিল না। সমালোচনা বাড়ছিল। কিন্তু তিনি জানতেন, ঠিক রানে ফিরবেন। অভিমানের সুরে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘৬০ রান করলেও সবাই বলছিল ব্যর্থ হয়েছি। খুব অবাক লাগত। কিন্তু কিছু করার ছিল না। নিজেকে বুঝিয়েছি। শূন্য থেকে শুরু করেছি।’’

ছন্দে ফেরার জন্য বার বার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন কোহলী। বলেছেন, ‘‘মাঝের এই কয়েকটা মাসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। কারণ, এই সময়টা শুধু ক্রিকেট নয়, জীবনের অন্য মানে আমাকে বুঝিয়েছে। আমি আবার শূন্য থেকে শুরু করেছি। আবার খেলতে ভাল লাগছে।’’

মাঝের কয়েকটি মাসে বেশ কয়েক বার ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন কোহলী। নিজেই জানিয়েছেন, এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি। কিন্তু দলে ফেরার পরে সবার কাছ থেকে সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। কোহলী বলেন, ‘‘দলে ফেরার পরে সবাই আমাকে সমর্থন করেছে। সাজঘরের পরিবেশ খুব ভাল ছিল। কেউ আমাকে বাড়তি কোনও পরামর্শ দিতে যায়নি। সবাই খালি বলেছে, মাঠে নেমে ব্যাট করতে। সেটাই করেছি।’’

এশিয়া কাপে এর আগে দু’টি অর্ধশতরান করেছিলেন কোহলী। সেটা ছিল ঝলক। আসল ছবি দেখা গেল আফগানিস্তানের বিরুদ্ধে। নিজের ব্যাটিং দেখে নিজেই খানিকটা অবাক হয়ে গিয়েছেন কোহলী। তিনি বলেন, ‘‘আমি বুঝতে পারছিলাম ধীরে ধীরে রানের মধ্যে ফিরছি। কিন্তু আজ যেভাবে ব্যাট করেছি সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি।’’

আরও পড়ুন
Advertisement