অজয় জডেজা। —ফাইল চিত্র।
বিশ্বকাপে মাঝেমধ্যে নাচতে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। খেলা শুরু আগে গা গরম করার সময় বা খেলার শেষে বা ফিল্ডিং করার ফাঁকে। কোহলির মতোই নাচছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা। তবে তিনি নাচছেন আফগানিস্তানের জন্য। তাতেই ব্যাট করার সময় মনঃসংযোগ নষ্ট হয়েছে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনের।
মঙ্গলবার অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের সময় নাচতে দেখা গিয়েছে জাডেজাকে। লাবুশেন ব্যাট করার সময় মাঠের আম্পায়ারদের কাছে অভিযোগ করেন, আফগানিস্তানের সাজঘরে একটু বেশি নড়াচড়া হচ্ছে। তাতে তাঁর ব্যাট করতে অসুবিধা হচ্ছে। লাবুশেন অভিযোগ জানানোর পর স্বাভাবিক ভাবেই সবার চোখ গিয়েছিল আফগানিস্তানের সাজঘরে। টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, আফগানিস্তানের কোনও ক্রিকেটারের জন্য সমস্যা তৈরি হয়নি। সমস্যার নাম দলের মেন্টর জাডেজা। তিনি সাজঘরে নাচছেন। অর্থাৎ, জাডেজার নাচে লাবুশেনের মনঃসংযোগ নষ্ট করেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাজঘরে জাডেজার সেই নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও মঙ্গলবার আফগানিস্তানের প্রায় জিতে যাওয়া ম্যাচ গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস ছিনিয়ে নিয়েছে।
এ বারের বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর হিসাবে কাজ করছেন জাডেজা। ভারতের উইকেটগুলির চরিত্র অনুযায়ী তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন রশিদ খান, মহম্মদ নবিদের। তাঁর পরামর্শের সুফল যে আফগানিস্তান পাচ্ছে, তা মেনে নিয়েছেন কোচ জোনাথন ট্রটও। আফগানিস্তানের কোচ বলেছেন, ‘‘ভারতে প্রচুর ক্রিকেট খেলেছে জাডেজা। ওর অভিজ্ঞতা অনেক। প্রতিটি মাঠ, উইকেট-সহ নানা ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করছে। সাজঘরে জাডেজার উপস্থিতিতে আমরা যথেষ্ট উপকৃত।’’
আফগানেরা খুশি হলেও, সাজঘরে জাডেজার উপস্থিতিই লাবুশেনের সমস্যার কারণ হয়ে দেখা দেয় মঙ্গলবারের ম্যাচের চাপে সময়। জাডেজা অবশ্য সব সময় হালকা মেজাজে থাকতেই পছন্দ করেন। খেলোয়াড় জীবনেও সব সময় তাঁর মুখে হাসি লেগে থাকত। সতীর্থদের সঙ্গে নানা মজা, রসিকতায় মেতে থাকতেন।